নয়াদিল্লি: দেশের গ্রামগুলির আট কোটি স্বনির্ভর গোষ্ঠী যাতে ভারতে ও বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে, সেজন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে সরকার। ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে ভারতকে সর্বশক্তি একত্রিত করে নিয়োজিত করতে হবে। তিনি বলেছেন, আজ দেশের গ্রামগুলির দ্রুত পরিবর্তন হচ্ছে। গত কয়েক বছরে রাস্তা, বিদ্যুতের মতো সুবিধা গ্রামগুলিতে পৌঁছে গিয়েছে। এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গ্রামগুলি তথ্যের ক্ষমতা দিচ্ছে এবং সেখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। গ্রামগুলি থেকেও উঠে আসছে ডিজিটাল উদ্যোগ। গ্রামগুলির আট কোটি স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন পণ্য উৎপাদন করে। দেশ ও দেশের বাইরের বাজারে এইসব পণ্য যাতে পৌঁছতে পারে, সেজন্য সরকার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তুলবে। 


প্রধানমন্ত্রী বলেছেন, এখন দেশের মন্ত্র হল ভোকাল পর লোকাল। এই সময় এই ডিজিটাল প্ল্যাটফর্ম মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের সংযোগসাধনের কাজ করবে। 
বাণিজ্যমন্ত্রক ডিজিটাল বাণিজ্যে ভারসাম্য আনতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্ল্যাটফর্ম কেন্দ্রিক মডেলের পরিবর্তে ওপেন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। বিক্রেতা ও ক্রেতাদের ডিজিটালি দৃশ্যমান করার ওএনডিসি-র লক্ষ্য।   প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন যাই হোক না কেন, লেনদেন ওপেন নেটওয়ার্কে গড়ে তুলতে এই উদ্যোগ। 


মোদি বলেছেন, রাজ্যগুলির সমবায়গুলির ক্ষমতায়ণের জন্য সরকার নতুন মন্ত্রক তৈরি করেছে। তিনি বলেছেন, ভারত এখন সহযোগিতার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, সমবায় ভারতের ঐতিহ্য ঔ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। সমবায়ে মানুষের ঐক্যবদ্ধ উদ্যম অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। সমবায় শুধু আইন ও নিয়মের পদ্ধতি নয়। সমবায় একটা উদ্যম, যা একযোগে এগিয়ে চলার মানসিকতা। 


মোদি বলেছেন,  বড়সড় পরিবর্তন, বড় সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে বিশ্ব দেখতে পেয়েছে যে, ভারতে রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই। সংস্কারের জন্য প্রয়োজন ভালো ও চৌকশ সুশাসন। ভারত এখন সুশাসনের নয়া অধ্যায় রচনা করেছে, বিশ্ব তা প্রত্যক্ষ করছে।