নয়া দিল্লি: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতীয়দের শুভেচ্ছাবার্তা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন গণতন্ত্রের প্রতি ভারতের যে অঙ্গীকার তা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। বাইডেন তাঁর বার্তায় বলেন, "আজকের দিনে (১৫ অগাস্ট,১৯৪৭) ভারতের স্বাধীনতার দীর্ঘ যাত্রা সকলকে অনুপ্রাণিত করে। মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার বার্তা দ্বারা পরিচালিত হয়েছিল সেই যাত্রা।"


শুধু তাই নয়, মৌলিক অঙ্গীকারই ভারত ও আমেরিকার দুই জাতির মধ্যে বিশেষ বন্ধনের ভিত্তি, এমনটাও জানান বাইডেন। তিনি বলেন, কয়েক দশক ধরে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। এর মধ্যে কয়েক লক্ষের বেশি ভারতীয়-আমেরিকানরা রয়েছেন। তাঁদের সম্প্রদায়ও রয়েছে। তাঁরাই আমাদের সম্পর্কেরঅংশীদারিত্বকে টিকিয়ে রেখেছে এবং তা শক্তিশালী করে করেছে।


গত এক বছরে, দুটি দেশ কোয়াডের মাধ্যমে করোনা অতিমারি মোকাবিলাও করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিরাপদ এবং কার্যকর কোভিড ভ্যাকসিন দেশবাসীকে দিয়েছে দুই দেশ। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক সম্পর্ককেও উদ্বুদ্ধ করছে বলে জানান তিনি।


জো বাইডেনের কথায়, "যারা আজ, ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিশ্বজুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে তাদের সকলের জন্য একটি নিরাপদ এবং শুভ স্বাধীনতা দিবস কামনা করছি। আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্ব সমৃদ্ধি এবং বৃদ্ধি অব্যাহত থাকবে"। বাইডেনের পাশাপাশি মার্কিন সচিব অ্যান্টনি ব্লিংকেন ভারতকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের চুয়াত্তর বছরের বন্ধুত্বের কথা মনে রেখে, আমাদের দুটি গণতন্ত্রকে একযোগে উন্নত আগামীর জন্য গড়ে তুলতে থাকবে। শুভ স্বাধীনতা দিবস।"  


সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পতাকা উত্তোলন করেন তিনি। স্বাধীনতা দিবসে  লালকেল্লা থেকে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী।  স্বাধীনতার অমৃত মহোৎসব দেশে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী করোনা অতিমারী মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।তিনি  বলেছেন, আমাদের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মীরা করোনার মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে তাঁদের কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন। এছাড়াও আরও কোটি কোটি নাগরিক সেবার মনোভাব নিয়ে যে কাজ করেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।