কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালিতে শ্যুটআউট। বাড়ির মধ্যেই নার্সকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম স্বপ্না বিশ্বাস। বয়স ৩২।

মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে প্রায়শই দেরি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ওই নার্সকে মারধর করত স্বামী। বৃহস্পতিবার এনিয়ে চরমে ওঠে বিবাদ। অভিযোগ, স্ত্রীকে গুলি করে স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। অবস্থার আরও অবনতি হওয়ায় রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক।