কলকাতা: এখনই ভোট হলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই। আসন কমলেও তৃতীয়বার ক্ষমতায় ফেরার আভাস মিলল সিএনএক্স ও এবিপি আনন্দর যৌথ সমীক্ষায়।


সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের বিধানসভা ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৫ থেকে ১৬৩টি আসন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের প্রায় ৫০টি-র বেশি আসান হারানোর ইঙ্গিতও পাওয়া গিয়েছে এই সমীক্ষায়। সিএনএক্স ও এবিপি আনন্দর যৌথ সমীক্ষায় তৃণমূলের প্রায় সাড়ে ৬ শতাংশ ভোট কমার ইঙ্গিতও পাওয়া গিয়েছে।


অন্যদিকে এই সমীক্ষা বলছে, এখনই ভোট হলে পশ্চিমবঙ্গের সরকারি বিরোধী দলের জায়গা হারাবে বাম-কংগ্রেস। জোটের আসন হ্রাস হয়ে নেমে আসতে পারে বাইশ থেকে তিরিশে। যদিও সমীক্ষা বলছে, ২০১৯ সালের লোকসভা ভোটের শতাংশের নিরিখে বাড়তে পারে বাম ও কংগ্রেস জোটের ভোট। একই সঙ্গে সপ্তদশ লোকসভা ভোটে পাওয়া বিজেপির ভোট শতাংশের নিরিখে তা প্রায় ৮% কমে যাওয়ারও আভাস পাওয়া গিয়েছে। তবে সমীক্ষা বলছে, বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে রাজ্য বিধানসভার শতাধিক আসনের রং বদলে দেবে।


করোনা মোকাবিলা এবং বিধ্বংসী উমপুনের তাণ্ডবের পর রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে মানুষের মনে কী প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা নিয়েই সমীক্ষা চালায় সিএনএক্স ও এবিপি আনন্দ। কোভিড ১৯-এর মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে কার ভূমিকা ছিল সব থেকে ইতিবাচক ও কার্যকরী? কোন সরকারের কাজে অসন্তোষ? এমন আরও একাধিক প্রশ্ন নিয়ে রাজ্যের মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। লকডাউনে টেলিকমিউনিকেশন প্রক্রিয়ায় হয় এই সমীক্ষা। এতে যেমন তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে তেমনই শতাধিক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপিরও। সমীক্ষা বলছে এই মুহূর্তে ভোট হলে রাজ্যে বিজেপি পেতে পারে ৯৭ থেকে ১০৫টি আসন। তবে ম্যাজিক ফিগার (১৪৮) থেকে অনেক দূরেই থেমে যাবে গেরুয়া শিবির।


সিএনএক্স এবং এবিপি আনন্দ সমীক্ষাপ্রাপ্ত ফল:


এখনই ভোট হলে পশ্চিমবঙ্গ বিধানসভায় শতাংশের নিরিখে কার কত ভোট পাওয়ার সম্ভাবনা?


তৃণমূল: ৩৮.৫০%


বিজেপি: ৩২.৭৪%


বাম-কংগ্রেস: ১৩.৮০%


অন্যান্য: ৫.৪৩%


সিদ্ধান্ত নিতে পারেননি: ৯.৫৩ %



এখনই ভোট হলে পশ্চিমবঙ্গ বিধানসভায় কে কত আসন পাবে?


তৃণমূল: ১৫৫-১৬৩


বিজেপি: ৯৭-১০৫


বাম-কংগ্রেস: ২২-৩০


অন্যান্য: ৬-১০