নয়াদিল্লি: শুক্রবার পঞ্চাশ পূর্ণ করলেন রাহুল গাঁধী। কিন্তু করোনা এবং গালওয়ানের পরিস্থিতির জন্য জন্মদিনের কোনও অনুষ্ঠান হল না।
একদিকে করোনা অতিমারীতে দেশে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা। এই দুর্দিনে নিজের জন্মদিন পালন করবেন না বলে আগেই জানিয়ে দেন রাহুল। কংগ্রেসের তরফেও সে কথা জানানো হয়েছে।
কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, দলীয় কর্মীদেরও রাহুলের জন্মদিন পালন করতে বারণ করা হয়েছে। তবে এদিন তাঁদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। লাদাখে নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশে ২ মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সেই সঙ্গে দেশে যাঁরা দরিদ্র মানুষ, তাঁদের মধ্যে করোনা থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় উপকরণ ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট বিতরণ করার কথা দলের তরফা জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরা এই কিট প্রদান করবেন। তাছাড়া বিতরণ করা হবে খাবারও। রাহুলের তরফেই এই সাহায্য পৌঁছে দেওয়া হবে।
এছাড়া মহারাষ্ট্রের যুব কংগ্রেস নেতা কর্মীরা ‘সার্ভিস উইক’ পালন করা শুরু করলেন শুক্রবার থেকে। চলবে ১ সপ্তাহ ধরে। যাঁদের দরকার তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে, প্রতিটি জেলা এবং ব্লকে ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করে এবং করোনা পরিস্থিতিতে খাবার ও সুরক্ষা সরঞ্জাম বিলি করে দিনটি পালন করা হবে।
পঞ্চাশ পূর্ণ রাহুলের, করোনা ও গালওয়ানের পরিস্থিতির জন্য অনুষ্ঠান বাতিল, বিতরণ করা হবে খাদ্য, পিপিই কিট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2020 12:12 PM (IST)
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে, প্রতিটি জেলা এবং ব্লকে ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করে এবং করোনা পরিস্থিতিতে খাবার ও সুরক্ষা সরঞ্জাম বিলি করে দিনটি পালন করা হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -