নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায় দেওয়ার পর আজ বেঞ্চের বাকি চার সদস্য বিচারপতি এস এ ববদে, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস এ নাজিরকে নিয়ে তাজ মানসিংহতে নৈশভোজে যাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সূত্রের খবর, টানা শুনানির ধকলের পর হাঁফ ছেড়ে বাঁচতেই পাঁচ বিচারপতি একসঙ্গে নৈশভোজে যাচ্ছেন।


৬ অগাস্ট থেকে পাঁচ বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হয়। ৪০ দিন ধরে রোজ শুনানি হয়। এরপর ১৭ অক্টোবর রায় স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। আজ সকালে রায় ঘোষণা করা হল। ১,০৪৫ পাতার রায় দেওয়া হয়েছে। এর আগে ২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।