Kerala Plane Crash LIVE Updates: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৯,শেষ উদ্ধারকাজ, হেল্পলাইন চালু

বিমানটিতে মোট ১৯১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু। ১২৮ জন পুরুষ যাত্রী। ৪৬ জন মহিলা যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Aug 2020 08:22 AM
আজ করিপুরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন কেরলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

গতকাল বৃষ্টিতে অবতরণের সময় কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ধ্বংসাবশেষ। দুই পাইলট সহ ১৭ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
বৃষ্টিতে অবতরণের সময় কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনা। রানওয়ে থেকে পিছলে খাদে দুবাই ফেরত বিমান। সমস্ত যাত্রী ও পরিবারের সদস্যদের মানবিক সহায়তা প্রদানের জন্য মুম্বই ও দিল্লি থেকে দুটি বিশেষ রিলিফ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য এএআইবি, ডিজিসিএ ও ফ্লাইট সেফটি ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছেছে।

কেরলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭। নিহত দুই পাইলট। চার ক্রু সদস্যই সুরক্ষিত:এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দুবাই-কোঝিকোড় বিমানটি যে সময় অবতরণ করছিল, সেই সময় দৃশ্যমানতা ছিল দুই হাজার মিটার। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বিমানটি পূর্ণ গতিতে অবতরণ করে এবং রানওয়ে টপকে খাদে গিয়ে পড়ে।
নয়াদিল্লির রাজীব গাঁধী ভবনে এই মুহূর্তে বসেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের জরুরি বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন ডিজিসিএ-র ডিজি, মন্ত্রকের শীর্ষ আধিকারিক, বিমান অথোরিটি ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উচ্চপদস্থ কর্তারা।
ডিজিসিএ জানিয়েছে, ১৭০ জনকে বিমানের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। ১১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর।

প্রেক্ষাপট

কোঝিকোড়: কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রানওয়েতে পিছলে, ভেঙে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় মৃত্যু হল পাইলট সহ বেশ কয়েকজন যাত্রীর।


 


বন্দে ভারত মিশনে, দুবাই থেকে ভারতীয়দের নিয়ে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের "আইএক্স১৩৪৪" বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, রাত পৌনে আটটা নাগাদ বিমান অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল।


 


মাটি ছোঁয়ার মুহূর্তেই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বৃষ্টিভেজা রানওয়েতে পিছলে যায়। তারপর রানওয়ে পেরিয়ে পাশের একটি খাদে পড়ে যায় সেটি। বিশাল বিমানটি মাঝখান থেকে ভেঙে দু’টুকরো হয়ে যায়।


 


বিমানটিতে মোট ১৯১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু। ১২৮ জন পুরুষ যাত্রী। ৪৬ জন মহিলা যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।


 


দুর্ঘটনার পরই রানওয়েতে পৌঁছোয় স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। রানওয়েতে চলে আসে একের পর এক অ্যাম্বুল্যান্স। শুরু হয় উদ্ধার কাজ।


 


দু’টুকরো হয়ে যাওয়া বিমান থেকে যাত্রীদের বার করে হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলট এবং কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.