নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে সব গাড়িতে ফ্রন্ট সিটে ডুয়াল এয়ারব্যাগ বাধ্যতামূলক। নতুন যে গাড়িগুলি বাজারে আসছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। আর পুরনো যে গাড়িগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। আজ এমনই নির্দেশিকা জারি করেছে সড়ক ও পরিবহণ মন্ত্রক। অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সংশোধন করার কথা জানিয়েছে মন্ত্রক। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘সব গাড়িতে ফ্রন্ট সিটের সামনে এয়ারব্যাগ রাখতে হবে। এআইএস ১৪৫ অনুসারে এয়ারব্যাগ রাখতে হবে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস (বিআইএস) অনুসারে এয়ারব্যাগ বদলাতে হবে।’


এ বিষয়ে এক সরকারি জানিয়েছেন, ‘সারা বিশ্বে সবাই এ বিষয়ে একমত হয়েছেন, সব গাড়িতেই দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা রাখা উচিত। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, খরচ যতই হোক না কেন, সুরক্ষার বিষয়ে কোনওরকম আপস করা হবে না।’


এখন অধিকাংশ গাড়িতেই গতির বিষয়ে সতর্কবার্তা, রিভার্স পার্কিং সেন্সর ও সিট বেল্ট রিমাইন্ডার রয়েছে। কিন্তু এতদিন সব গাড়িতেই এয়ারব্যাগ বাধ্যতামূলক ছিল না। এবার থেকে সব গাড়িতেই ফ্রন্ট সিটে এয়ারব্যাগ রাখতে হবে। 


কেন্দ্রের এই নতুন নির্দেশিকার ফলে গাড়ির দাম বেড়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তাঁদের বক্তব্য অনুযায়ী, নতুন গাড়ির দাম ৫ থেকে ৭ হাজার টাকা বেড়ে যেতে পারে। এছাড়া এত স্বল্পসময়ের মধ্যে সব গাড়িতে এয়ারব্যাগের ব্যবস্থা করাও কঠিন। 


এর আগে ২০১৯-এর ১ জুলাই থেকে সব গাড়িতে চালকের আসনের সামনে এয়ারব্যাগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এবার চালকের পাশের আসনে বসা যাত্রীদের সামনেও রাখতে হবে এয়ারব্যাগ। পথ নিরাপত্তা বিষয়ক সুপ্রিম কোর্টের একটি কমিটি এই প্রস্তাব দিয়েছে। সেটাই কার্যকর করা হচ্ছে।