লখনউ: বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ফের অযোধ্যায় রামমন্দির গড়ে তোলার পক্ষে সওয়াল করেছেন। পাল্টা বিষ্ণুর নামে একটি শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন, ‘সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে আমরা এটাওয়ায় লায়ন সাফারির কাছে ২,০০০ একর জমিতে বিষ্ণুর নামে একটি শহর গড়ে তুলব। চম্বল নদীর গিরিখাতে জমি আছে। সেখানেই তৈরি হবে এই শহর। সেখানে কম্বোডিয়ার বিখ্যাত আঙ্কোরভাট মন্দিরের আদলে একটি বিশাল মন্দির তৈরি করা হবে। এর জন্য কম্বোডিয়ায় একটি বিশেষজ্ঞ দলও পাঠানো হবে।’
এর আগে কেশব বলেন, ‘বর্তমানে সংসদে আমাদের যথেষ্ট শক্তি নেই। আমরা যদি লোকসভায় রাম মন্দির তৈরি সংক্রান্ত বিল বেশ করি, তাহলে সেটি পাশ করাতে পারব। কিন্তু রাজ্যসভায় আমাদের সাংসদ সংখ্যা কম থাকায় বিলটি পাশ করাতে পারব না। রামের সব ভক্তই এটা জানেন। আদালত শীঘ্রই এ বিষয়ে রায় দেবে।’ রামেরই পাল্টা বিষ্ণুকে হাতিয়ার করতে চাইছেন অখিলেশ।
বিজেপি-র রাম মন্দিরের পাল্টা বিষ্ণুর নামে শহর গড়ে তোলার প্রতিশ্রুতি অখিলেশ যাদবের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2018 04:21 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -