প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ট্যাগ করে ছবি পোস্ট করে বুধবার আলফোন্স ট্যুইট করেন, গত রাতে চাঙ্গানাচেরির একটি ত্রাণ শিবিরে ঘুমিয়েছিলাম। আগামীকালের অনিশ্চয়তার কথা ভেবে অধিকাংশই চোখের পাতা এক করতে পারেননি।
আর এই ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী।
ফেসবুকে এক ইউজার প্রশ্ন তুলেছেন, 'আমরা জানি আপনি ঘুমোচ্ছিলেন। যেহেতু আপনি পোস্ট করেছেন,উত্তরও দিতে পারেন?'
আর এক ইউজারের কটাক্ষ, 'তৃতীয় ছবিতে আপনার একটা চোখ পুরোটা বোজেনি। অনুগ্রহ করে ছবিটা সরিয়ে দিন'।
মন্ত্রী সাফাই দিয়েছেন যে, ছবি তাঁর ব্যক্তিগত কর্মী আপলোড করেছিলেন। কিন্তু এতেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ বন্ধ হয়নি।
একজন বলেছেন, 'আমরা যখন কঠিন পরিস্থিতিতে রয়েছি, তখন আপনি এ ধরনের বেমানান আচরণ করছেন'।
অন্য এক ইউজার বলেছেন, 'ঘুমের মধ্যে হাঁটার কথা শুনেছি। যখন হোস্টেলে ছিলাম, তখন দেখেওছি। কিন্তু এই প্রথম ঘুমন্ত অবস্থায় কাউকে ফেসবুকে ছবি পোস্ট করতে দেখছি। এই বন্যা বিপর্যয়ের মধ্যেই ওই ব্যক্তি হাসির খোরাক জুগিয়েছেন'।