নয়াদিল্লি: সরকারি নির্দেশ অমান্য করে দমকল বিভাগের ডিরেক্টর জেনারেলের পদে যোগ না দেওয়ায় অলোক বর্মার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনই খবর। এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নির্দেশ না মানা চাকরির নিয়ম লঙ্ঘনের সামিল। ফলে শাস্তির মুখে পড়তে হতে পারে বর্মাকে। তাঁর অবসরকালীন সুযোগ-সুবিধাও আটকে দেওয়া হতে পারে।


সিবিআই ডিরেক্টরের পদ থেকে অপসারিত হওয়ার পর বর্মাকে দমকল, সিভিল ডিফেন্স ও হোমগার্ডের ডিরেক্টর জেনারেল পদে যোগ দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই নির্দেশ মানেননি অপসারিত সিবিআই অধিকর্তা। তিনি পাল্টা দাবি করেন, তাঁর এই পদে যোগ দেওয়ার বয়স পেরিয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, বর্মার যুক্তি মানা হচ্ছে না।