সূত্রটি জানিয়েছে, বিভিন্ন সময়ে দুর্ঘটনায় বায়ুসেনা যেসব বিমান হারিয়েছে, সেগুলির বদলি হিসাবেই ১২টি সু-৩০এমকেআই বিমান সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১০-১৫ বছরে ভারত বিভিন্ন ব্যাচে ২৭২টি সু-৩০ লড়াকু জেটবিমানের অর্ডার দিয়েছিল এবং সিনিয়র অফিসাররা মনে করছেন, এখনও পর্যন্ত যতগুলি বিমান জোগাড় হয়েছে, তাতে বায়ুসেনার হেভিওয়েট এয়ারক্র্যাফটের চাহিদা মিটতে পারে। বায়ুসেনা যে ২১টি মিগ-২৯ হাতে পাওয়ার পরিকল্পনা করছে, সেগুলি আসবে রাশিয়া থেকে। ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধবিমানের প্রয়োজন মেটাতে এই বিমানগুলি বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই মিগ-২৯ বিমানগুলির কাঠামো দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী কিনা, সে ব্য়াপারে ইতিমধ্যেই সমীক্ষা চালিয়েছে বায়ুসেনা। দেখা গিয়েছে, সেগুলি একেবারে নতুন অবস্থায় আছে।
মিগ-২৯ বিমানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা পরিচিত, কিন্তু রাশিয়ার অফার করা বিমানগুলি তার থেকে আলাদা। ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ এর তিনটি স্কোয়াড্রন আছে। বিমানগুলির আয়ু, মেয়াদ বাড়ানোর নানা কলাকৌশল ব্যবহার করে চলেছে তারা।