নয়াদিল্লি: চিনের সঙ্গে গালওয়ান উপত্য়কায় সংঘাত, সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে ৩৩টি নতুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব ভারতীয় বায়ুসেনার। সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ৩৩টি নতুন সামরিক বিমানের মধ্যে রাশিয়া থেকে ২১টি মিগ-২৯ ও ১২টি সু-৩০এমকেআই কেনার দাবি রয়েছে। সরকারি সূত্রে সংবাদ সংস্থা এএনআইকে বলা হয়েছে, বিমানবাহিনী বেশ কিছুদিন ধরেই নতুন বিমান কেনার কথা বলছে। তবে সেই প্রক্রিয়ায় এবার গতি এসেছে। তারা এবার জোর তত্পরতা চালাচ্ছে। আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে। পুরো প্রস্তাবের অর্থমূল্য হতে পারে ৬০০০ কোটি টাকার ওপর।
সূত্রটি জানিয়েছে, বিভিন্ন সময়ে দুর্ঘটনায় বায়ুসেনা যেসব বিমান হারিয়েছে, সেগুলির বদলি হিসাবেই ১২টি সু-৩০এমকেআই বিমান সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১০-১৫ বছরে ভারত বিভিন্ন ব্যাচে ২৭২টি সু-৩০ লড়াকু জেটবিমানের অর্ডার দিয়েছিল এবং সিনিয়র অফিসাররা মনে করছেন, এখনও পর্যন্ত যতগুলি বিমান জোগাড় হয়েছে, তাতে বায়ুসেনার হেভিওয়েট এয়ারক্র্যাফটের চাহিদা মিটতে পারে। বায়ুসেনা যে ২১টি মিগ-২৯ হাতে পাওয়ার পরিকল্পনা করছে, সেগুলি আসবে রাশিয়া থেকে। ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধবিমানের প্রয়োজন মেটাতে এই বিমানগুলি বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই মিগ-২৯ বিমানগুলির কাঠামো দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী কিনা, সে ব্য়াপারে ইতিমধ্যেই সমীক্ষা চালিয়েছে বায়ুসেনা। দেখা গিয়েছে, সেগুলি একেবারে নতুন অবস্থায় আছে।
মিগ-২৯ বিমানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা পরিচিত, কিন্তু রাশিয়ার অফার করা বিমানগুলি তার থেকে আলাদা। ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ এর তিনটি স্কোয়াড্রন আছে। বিমানগুলির আয়ু, মেয়াদ বাড়ানোর নানা কলাকৌশল ব্যবহার করে চলেছে তারা।
চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যে ৩৩টি রুশ যুদ্ধবিমান সংগ্রহে জোর গতিতে এগচ্ছে বায়ুসেনা, দাম ৬০০০ কোটি টাকার ওপর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2020 07:25 PM (IST)
আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে। পুরো প্রস্তাবের অর্থমূল্য হতে পারে ৬০০০ কোটি টাকার ওপর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -