বলেন, আমি ছাত্রদের বলব, ওদের পাতা ফাঁদে পা দেবেন না, নাগরিকত্ব আইনটি বিস্তারিত খতিয়ে দেখুন। বিরোধী দলগুলি তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে পড়ুয়াদের বিপথে চালাচ্ছে বলে অভিযোগ তুলে কংগ্রেস, আমআদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন শাহ। দিল্লিতে সামনের বছর বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোট ২০২১-এ। নির্বাচন মাথায় রেখেই ওই দলগুলি হিংসা ছড়াচ্ছে, হিংসার আবহাওয়া তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ নরেন্দ্র মোদীও গতকালের জামিয়া মিলিয়ার ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ঘটে যাওয়া হিংসার তীব্র নিন্দা করেন।
পাশাপাশি উত্তরপূর্বের রাজ্যগুলিকেও বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন শাহ। অসম, ত্রিপুরায় নাগরিকত্ব আইন ঘিরে ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছে এখনও।