সুশান্তের পরিবারের লোকজনের সঙ্গে এখনও অঙ্কিতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অঙ্কিতা একাধিকবার জানিয়েছেন, সুশান্তের সঙ্গে ৬ বছর সম্পর্ক থাকার পর তাঁরা আলাদা হয়ে গেলেও, প্রাক্তন প্রেমিকের পরিবারের লোকজনের সঙ্গে তাঁর যোগাযোগ কোনওদিনই নষ্ট হয়নি। সবসময়ই সুশান্তের বাবা, দিদিদের পাশে থেকেছেন অঙ্কিতা।
অন্যদিকে, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দাবি, প্রয়াত অভিনেতা ‘ক্লস্ট্রোফোবিয়া’ আক্রান্ত ছিলেন। এর অর্থ, তিনি কোনও একটি জায়গায় আটকে পড়া নিয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেই দাবি উড়িয়ে দিয়েছেন অঙ্কিতা।