গ্যাংটক: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘাতের পর থেকেই ভারত-চিনের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত। সম্প্রতি ফের লাদাখ সীমান্তে চিনা সেনার উস্কানি ও আগ্রাসন পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। কিন্তু তা সত্ত্বেও মানবিক আচরণের পরিচয় দিল ভারতীয় সেনা। উত্তর সিকিমের মালভূমিতে সমুদ্রপৃষ্ট থেকে ১৭,৫০০ ফুট উচ্চতায় ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলা তিন চিনাকে উদ্ধার করল ভারতীয় সেনা। তাঁদের অক্সিজেন, খাবার ও গরম পোশাক দেওয়া হয়। শুধু তাই নয়, তিন চিনা কীভাবে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবেন, সে বিষয়েও সাহায্য করে ভারতীয় সেনা। চিনের নাগরিকরা তাঁদের গন্তব্যে পৌঁছতেও পেরেছেন। তাঁরা ভারত ও ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চিনের তিন নাগরিকের মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ ছিলেন। হিমাঙ্কের নীচে তাপমাত্রায় তাঁদের জীবনের ঝুঁকি আছে দেখে ভারতীয় সেনা এগিয়ে যায় এবং তাঁদের সাহায্য করে। চিনের নাগরিকদের অক্সিজেন দেওয়া সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়। উচ্চতা ও কঠিন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাঁদের খাবার ও গরম পোশাক দেওয়া হয়।’
ভারতীয় সেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘উত্তর সিকিমে ১৭,৫০০ ফুট উচ্চতায় প্রচণ্ড কঠিন পরিবেশে ভারত-চিন সীমান্তে আটকে পড়া চিনের তিন নাগরিককে সাহায্য করা হয় এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ভারতীয় সেনার কাছে মানবিকতাই সবচেয়ে বড়।’