নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের শুনানির সূচনার জন্য মঙ্গলবার আগামী ১৪ নভেম্বর দিনটি স্থির করল সুপ্রিম কোর্ট। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশনগুলির পাল্টা হলফনামা পেশ করতে কেন্দ্র ও জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অনুমতি দিয়েছে ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ। সু্প্রিম কোর্টের ওই বেঞ্চের মাথায় রয়েছেন বিচারপতি এন ভি রামান্না।
মোদি সরকারের পদক্ষেপের বৈধতা খতিয়ে দেখার আবেদন জানানো পিটিশনাররা বলেছিলেন, পাল্টা হলফনামা জমা দিতে কেন্দ্র, জম্মু ও কাশ্মীর প্রশাসনকে যেন দু সপ্তাহের বেশি সময় দেওয়া না হয়। যদিও এই আর্জিতে সায় দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলেছে বেঞ্চ। আরও বলেছে, এই পাল্টা হলফনামার জবাব দিতে পিটিশনাররা এক সপ্তাহ সময় পাবেন।
পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ রদের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আর কোনও পিটিশন পেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি রামান্নার বেঞ্চ বলেছে, কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে পাল্টা হলফনামা পেশের সুযোগ দিতে হবে, নইলে আমরা বিষয়টির বিচার করতে পারব না।
বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এস কে কাউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
৩৭০ অনুচ্ছেদ রদ: একগুচ্ছ পিটিশনের পাল্টা হলফনামা দিতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের, শুনানি শুরু ১৪ নভেম্বর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2019 08:54 PM (IST)
৩৭০ অনুচ্ছেদ রদের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আর কোনও পিটিশন পেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -