নয়াদিল্লি: কেন্দ্রের আয়ুষ্মাণ ভারত প্রকল্পে যোগদান নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর কেজরীবাল বলেছেন, জাতীয় রাজধানীতে তাঁর সরকারের স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে আয়ুষ্মাণ ভারত প্রকল্পের সংযুক্তির সম্ভাবনা তিনি খতিয়ে দেখবেন। তিনি প্রধানমন্ত্রীকে দিল্লির ‘মহল্লা ক্লিনিক’ ও স্কুলগুলিতে আসার আমন্ত্রণও জানিয়েছেন।


মোদির কট্টর সমালোচক হিসেবে পরিচিত কেজরীবাল লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর অবস্থান বদলে প্রধানমন্ত্রীকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

২০১৫-তে দিল্লিতে আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর কেন্দ্র ও কেজরীবালের মধ্যে বিভিন্ন বিষয়ে সংঘাত দেখা দিয়েছে। আম আদমি পার্টির আহ্বায়ক ও তাঁর মন্ত্রী এবং দলের নেতারা প্রায়শই মোদি সরকারের বিরুদ্ধে আম আদমি পার্টি সরকারের কাজকর্মে বাধা সৃষ্টির অভিযোগ করেছেন।

গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর  এদিন সংসদ ভবনে মোদীর সঙ্গে বৈঠক করেন কেজরীবাল।

কেজরীবালের ট্যুইট, ভারতের রাজধানী শহর দিল্লিকে উন্নত করতে দিল্লি সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। দিল্লি সরকার ও কেন্দ্র সরকারের একযোগে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।

একাধিক ট্যুইটের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, আয়ুষ্মাণ ভারত নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে, দিল্লি সরকারের স্বাস্থ্য প্রকল্প অনেক বড় ও সুযোগের দিক থেকে প্রসারিত। তবে আমাদের প্রকল্পের সঙ্গে আয়ুষ্মাণ ভারত প্রকল্পের সংযোগসাধনের ব্যাপারে খতিয়ে দেখার ব্যাপারে তাঁকে আশ্বাস দিয়েছি।

কেন্দ্রকে এই আশ্বাস কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প দিল্লিতে চালু করার ব্যাপারে তাঁর অবস্থান বদল বলেই মনে করা হচ্ছে। চলতি মাসের গোড়াতে কেজরীবাল বলেছিলেন যে, আয়ুষ্মাণ ভারত প্রকল্পের তুলনায় আম আদমি পার্টি সরকারের স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প দশগুণ বেশি বড় ও সর্বাত্মক। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও বলেছিলেন যে, আয়ুষ্মাণ ভারত প্রকল্প দিল্লিতে চালু করা হবে না।

কেজরীবাল জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে দিল্লিতে মহল্লা ক্লিনিক ও সরকারি স্কুলগুলিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

বর্ষার সময় যমুনার জল সংরক্ষণের জন্য দিল্লি সরকারের বড়সড় পরিকল্পনার ব্যাপারেও তিনি কেন্দ্রের সমর্থন চেয়েছেন।