নয়াদিল্লি: রাত পোহালেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফল ঘোষণা। তার আগেই গেরুয়া শিবিরের পক্ষে ভাল খবর। অসমে (Assam) পুরভোটে (Municipal Elections) ভাল বিজেপি-র। অসম রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮০টি পুরসভার মধ্যে ৭৩টিই গিয়েছে বিজেপি-র (BJP) দখলে। শেষ খবর পাওয়া পর্যন্ত  রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস (Congress) একটিও পুরসভা নিজেদের দখলে আনতে পারেনি। একটি পুরসভায় ১০ আসনের মধ্যে সাতটিতেই জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা (Independent Candidates)। বাকি তিনটি ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। পাঁচটি পুরসভার ফল এখনও স্পষ্ট নয়।


অসম রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৫৭টি ওয়ার্ডে বিনা লড়াইয়ে জয় পেয়েছেন প্রার্থীরা। যে ওয়ার্ডগুলিতে ভোট হয়েছে, তার মধ্যে ৬৭২টি ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। মাত্র ৭১টি ওয়ার্ড দখল করতে পেরেছে কংগ্রেস। অন্যান্য দলগুলি জয় পেয়েছে ১৪৯টি ওয়ার্ডে। মৈরানি পুরসভায় ১০টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডেই জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা। বাকি তিনটি ওয়ার্ড গিয়েছে বিজেপি-র ঝুলিতে।


এই ফলে উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করে অসমের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘সম্প্রতি সমাপ্ত হওয়া পুরসভা নির্বাচনে বিজেপি ও সহযোগী দলগুলিকে আশীর্বাদ করার জন্য অসমের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা দেখিয়ে দিচ্ছে, আমাদের দলের উন্নয়নমূলক নীতির প্রতি মানুষের আস্থা আছে। আমাদের দলের কর্মীদের কঠোর পরিশ্রম এবং মানুষের জন্য কাজের প্রশংসা করছি।’


অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ট্যুইট করে অসমের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, উন্নয়ন ও অগ্রগতির পক্ষে বিপুল জনাদেশ। এই ফল তাঁদের নতুন করে উজ্জীবিত করবে। তাঁরা নতুন উদ্যমে উন্নয়নমূলক কার্যকলাপ চালিয়ে যাবেন। ট্যুইটে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসমে বিজেপি-র সব কর্মী ও নেতাকে অভিনন্দন জানাচ্ছি। তাঁরা অক্লান্তভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে চলেছেন। বিজেপি ও সহযোগী দলগুলির প্রার্থীদের জেতানোর জন্য অসমের মানুষের প্রতি কৃতজ্ঞতায় আমার মাথা ঝুঁকে যাচ্ছে।’