জম্মু: ফের জম্মু-কাশ্মীরে (jammu kashmir) বিস্ফোরণ। এবার জম্মুর উধমপুর (udhampur) শহরে বিস্ফোরণ হল। বুধবার উধমপুরে জেলা আদালত চত্বরে বোমা ফাটে। দুপুর একটা নাগাদ জেলা আদালত চত্বরে ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু (death) হয়েছে। জখম হয়েছেন সাত জন। জখমের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন উধমপুরের এসএসপি (SSP) বিনোদ কুমার।    


রবিবারও জঙ্গি হামলা হয়েছিল উপত্যকায়। সেদিন শ্রীনগরে (srinagar) জনবহুল বাজারে গ্রেনেড ছোড়ে দুই জঙ্গি। একটি বাইকে এসে গ্রেনেড ছোড়ে তাঁরা। ভরা বাজারে বোমা হামলায় একাধিক বাসিন্দা জখম হন। পরে মারা যান দুই জন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। সিসিটিভি ফুটেজ (cctv) এবং মোবাইল টাওয়ারে তথ্যের ভিত্তিতেই পুলিশ পাকড়াও করে দুইজনকে। প্রথমে গ্রেফতার করা হয় কলিপুরার বাসিন্দা মহম্মদ বারিককে। তাকে জেরা করে পরে গ্রেফতার (arrest) করা হয়েছে একই এলাকার বাসিন্দা ফজিল নবি সফিকে। একটি দুচাকার যানও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, কোনও জঙ্গি সংগঠনের নির্দেশেই এই কাজ করেছে ২ জন। মূল লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর গাড়ি। কিন্তু চলন্ত যান থেকে গ্রেনেড ছোড়ায় তা বাজারের সামনে গিয়ে পড়ে।    


বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল। তার আগে আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। রবিবরাই জৈশ ই মহম্মদের একটি মডিউল পাকড়াও করেছিল জম্মু কাশ্মীর পুলিশ। সেদিনই শ্রীনগরে গ্রেনেড (grenade) হামলা হয়। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়। তারপরেই জম্মুর উধমপুরে আদালতে বোমা বিস্ফোরণ। কীভাবে ঘটল ওই ঘটনা? কারা রয়েছে পিছনে? তল্লাশিতে জম্মু কাশ্মীর পুলিশ। 


আরও পড়ুন: জট কাটল অবশেষে! 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি বন্ধের আবেদন খারিজ বম্বে হাইকোর্টের