Assembly Elections Result Live: মণিপুরে ফল প্রকাশের আগে ৩ নেতাকে পাঠাল কংগ্রেস
Assembly Elections Result 2022 Live Updates: কাল ৫ রাজ্যের ভোটের ফল। কতটা প্রভাব বঙ্গ রাজনীতিতে? কী প্রভাব ২০২৪-এর ভোটে?
উত্তরপ্রদেশের পাশাপাশি গোয়া এবং পঞ্জাবের ভোটের ফলও বেরোবে বৃহস্পতিবার। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, পঞ্জাবে আম আদমি পার্টি একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে। তবে গোয়া বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠ না-ও হতে পারে।
ভোটের ফল প্রকাশের আগে বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। বুধবার ইভিএম নিয়ে অব্যবস্থার অভিযোগে বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সরানো হয়েছে। অন্যদিকে, গণনার আগে লখনউয়ে বিভিন্ন স্ট্রং রুমের বাইরে শিবির করে বসে পড়েছেন সমাজবাদী পার্টির কর্মীরা।
রাজ্য রাজনীতির পাশাপাশি এখন নজর রয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের দিকেও। সাড়ে তিন দশকের রেকর্ড ভেঙে যোগী আদিত্যনাথ কি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন? নাকি অখিলেশের সাইকেলের সামনে থমকে যাবে আদিত্যনাথের বুলডোজার? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে উত্তরপ্রদেশের ফল নিয়ে।
রাত পোহালেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ে এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা।
প্রার্থীরা অন্য দলে চলে যেতে পারেন বলে ভয় পাচ্ছে কংগ্রেস। সেই কারণেই তাঁদের রিসর্টে নিয়ে গিয়ে রাখা হয়েছে, দাবি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে দলীয় সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংহ দেও, প্রবীণ নেতা ভিনসেন্ট পালাকে মণিপুরে পাঠাল কংগ্রেস।
গোয়ায় সরকার গড়তে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করতে পারে বিজেপি, দাবি দেবেন্দ্র ফঢ়ণবীশের।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিধায়ক কেনাবেচা ঠেকাতে প্রার্থীদের রিসর্টে রাখা হয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, তা অস্বীকার করলেন গোয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাঁর দাবি, প্রার্থীরা স্বেচ্ছায় রিসর্টে আছেন।
পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে। লুধিয়ানার একটি দোকানের কর্ণধার জানিয়েছেন, তাঁরা রাজনৈতিক দলগুলির কাছ থেকে জয়ের প্রতীক হিসেবে লাড্ডু তৈরির অর্ডার পেয়েছেন। এই ধরনের একেকটি লাড্ডুর ওজন হচ্ছে পাঁচ কিলোগ্রাম করে।
কাল সকালে ৫ রাজ্যের ভোটে একাধিক রথী-মহারথীর ভাগ্য নির্ধারিত হবে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, প্রথমবার বিধানসভা ভোটে লড়ে নিজের গড় গোরক্ষপুর থেকে জয়ী হতে পারেন যোগী আদিত্যনাথ। একইভাবে সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদবও তাঁর কেন্দ্র করহল থেকে জয়ের মুখ দেখতে পারেন। জেলবন্দি অবস্থাতেই জয়ের মুখ দেখতে পারেন সমাজবাদী পার্টির হেভিওয়েট প্রার্থী আজম খান। নয়ডা থেকে ভোটে লড়ে জিততে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে, বিজেপি প্রার্থী পঙ্কজ সিংহ। কুণ্ডা থেকে এবারও জিততে পারেন হেভিওয়েট বাহুবলী নেতা রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়া।
কাল ৫ রাজ্যের ভোটের ফল, তার আগে চড়ছে রাজনীতির পারদ।
ইভিএম-বিতর্ক সাসপেন্ড বারাণসীর অতিরিক্ত জেলাশাসক। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
মথুরায় স্ট্রংরুমে ইভিএমে কারচুপির অভিযোগে বিক্ষোভ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির কর্মীদের। স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পরিচয়পত্র ছাড়াই ওই ব্যক্তিকে স্ট্রংরুমে ঢোকার অনুমতি দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়েও এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা।
গোয়ায় বিধায়ক কেনাবেচা আটকাতে তৎপর কংগ্রেস। গণনার আগের দিনই রিসর্টে প্রার্থীদের সরিয়ে নিয়ে গেল কংগ্রেস। গণনার আগের দিনই দিল্লি থেকে গোয়া গেলেন পি চিদম্বরম। বিজেপিকে আটকাতে আপ-এর সঙ্গে আলোচনার দাবি কংগ্রেসের।
বারাণসীতে স্ট্রংরুম থেকে ইভিএম সরানো নিয়ে যে অভিযোগ করেছেন সমাজবাদী পার্ট প্রধান অখিলেশ যাদব, তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, যে ইভিএম-গুলি নিয়ে যাওয়া হয়েছে, সেগুলি প্রশিক্ষণের জন্য রাখা ছিল। আজ ভোট গণনার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেই কারণেই ইভিএম নিয়ে যাওয়া হয়।
ভোটের ফল প্রকাশের আগে বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।
এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায়। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।
উত্তরপ্রদেশে ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। এমনই ইঙ্গিত মিলেছে সি ভোটার, জন কি বাত, পোলস্ট্র্যাট, পি-মার্ক-এর এগজিট পোলে। দ্বিতীয় স্থানে থাকতে পারে সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকতে পারে বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেস থাকতে পারে চতুর্থ স্থানে।
উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের ফল নিয়ে আগ্রহ রয়েছে বাংলাতেও। পর্যবেক্ষকদের মতে, সেখানে বিজেপি জিতলে এ রাজ্যে যে গেরুয়া শিবির শুধু ফের মানসিকভাবে চাঙ্গা হবে তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্বও আবার নতুন উদ্যমে বাংলার সংগঠনকে সাজাতে ঝাঁপাতে পারে।
স্ট্রংরুমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস লখনউয়ের পুলিশ কমিশনারের।
মথুরায় ইভিএমে কারচুপির অভিযোগ। পরিচয়পত্র ছাড়াই স্ট্রংরুমে সন্দেহভাজন! অভিযোগ এসপি, বিএসপি-র। অনুমতি নিয়ে প্রবেশ, দাবি অভিযুক্তর।
প্রেক্ষাপট
লখনউ: কাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ফল নিয়েই জাতীয় রাজনীতিতে আগ্রহ সবচেয়ে বেশি। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
কার দখলে লখনউয়ের তখত? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবারও দেশের সবচেয়ে বড় বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। সমীক্ষক সংস্থা সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর আরএলডি জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে। ১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৪ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টি-আরএলডি জোটের পক্ষে। মায়াবতীর বিএসপি পেতে পারে ১৭ শতাংশ ভোট। ৫ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে উত্তরপ্রদেশে।
এই বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন উত্তরপ্রদেশের ১ লক্ষ ৪ হাজার ৫৫৬ জন ভোটারের সঙ্গে। স্টেট লেভেল-এ মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ।
সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত, সবারই বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।
গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। উল্টোদিকে গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির।
সি ভোটার, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, সিএনএক্সের এক্সিট পোল বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে কংগ্রেসের দিকে। কয়েকটি আসন যেতে পারে তৃণমূল-এমজিপি জোটের ঝুলিতে।
এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -