Assembly Elections Result Live: মণিপুরে ফল প্রকাশের আগে ৩ নেতাকে পাঠাল কংগ্রেস

Assembly Elections Result 2022 Live Updates: কাল ৫ রাজ্যের ভোটের ফল। কতটা প্রভাব বঙ্গ রাজনীতিতে? কী প্রভাব ২০২৪-এর ভোটে?

abp ananda Last Updated: 09 Mar 2022 10:06 PM

প্রেক্ষাপট

লখনউ: কাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ফল নিয়েই জাতীয় রাজনীতিতে আগ্রহ...More

Assembly Poll Result 2022: পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে আপ

উত্তরপ্রদেশের পাশাপাশি গোয়া এবং পঞ্জাবের ভোটের ফলও বেরোবে বৃহস্পতিবার। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, পঞ্জাবে আম আদমি পার্টি একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে। তবে গোয়া বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠ না-ও হতে পারে।