BABRI DEMOLITION CASE VERDICT LIVE UPDATES: ৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস, 'উচ্চতর আদালতে যাব', বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড

২৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Sep 2020 03:24 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়। ২৮ বছর পর, আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী,...More