হায়দরাবাদ: হায়দরাবাদের লাল বাহাদুর নগরের একটি বেসরকারি হাসপাতালে মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হল তিন মাসের একটি শিশুপুত্রের। এই অগ্নিকাণ্ডে আহত আরও চারটি শিশু। তাদের অন্য হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।


লাল বাহাদুর নগর থানার ইন্সপেক্টর ভি অশোক রেড্ডি জানিয়েছেন, ‘গতকাল রাত ২.৫৫ মিনিট নাগাদ ওই হাসপাতালের এনআইসিইউ-তে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শর্ট সার্কিটের জন্যই আগুন লাগে। সেই সময় ওই হাসপাতালে ৪২টি শিশু ভর্তি ছিল। তাদের মধ্যে পাঁচটি শিশু এনআইসিইউ-তে ছিল। দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু তার আগেই একটি শিশুর মৃত্যু হয়। আহত শিশুদের অবস্থা এখন ভাল। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় গাফিলতির কারণে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’