বাগবাজার ঘাট থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ
Web Desk, ABP Ananda | 05 Dec 2019 12:02 PM (IST)
দেহ মিলেছে পচাগলা অবস্থায়। তরুণীর পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। দু’হাতেই ট্যাটু করা রয়েছে।
কলকাতা: বাগবাজার ঘাটে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালের ঘটনা। দেহ মিলেছে পচাগলা অবস্থায়। তরুণীর পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। দু’হাতেই ট্যাটু করা রয়েছে। একহাতে লেখা ‘রূপা’ এবং অন্য হাতে ‘ওঁ’ লেখা এবং একটি ত্রিশূলের ছবি আঁকা। মহিলার পরিচয় এখন জানতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান, তরুণীকে খুন করা হয়েছে বেশ কয়েকদিন আগে।