চেন্নাই: ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের বালাকোটের যে জঙ্গি ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিয়েছিল, সেই ঘাঁটি ফের সক্রিয় হয়েছে। ৫০০-র মত জঙ্গি সেখান থেকে ভারতে ঢোকার সুযোগ খুঁজছে। সেনা প্রধান বিপিন রাওয়াত এ কথা জানিয়েছেন।
চেন্নাইতে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে সেনা প্রধান বলেছেন, একেবারে সম্প্রতি বালাকোট ঘাঁটি আবার সক্রিয় করে তুলেছে পাকিস্তান। এতে পরিষ্কার, বালাকোট ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ওরা এখন আবার ওখানে জঙ্গিদের নিয়ে এসেছে। তাৎপর্যপূর্ণভাবে গতকালই হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন।
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালিয়ে ৪০ জন জওয়ানের প্রাণহানি ঘটায় পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত এক আত্মঘাতী জৈশ ই মহম্মদ জঙ্গি। এর বদলা নিতে ২৬ তারিখ বারোটা মিরাজ ২০০০ জেট দিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে বালাকোটে জৈশ জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ সাহায্য বিষয়ক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকঠন টাস্ক ফোর্স বা এফএটিএফ পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করেছে, জঙ্গিদের গ্রেফতার করা ও তাদের অর্থের উৎস বন্ধ করার জন্য ইসলামাবাদকে ১৫ মাস সময় দিয়েছে তারা।
পাকিস্তান বালাকোটের জঙ্গি ঘাঁটি ফের সক্রিয় করেছে, বললেন সেনা প্রধান রাওয়াত
ABP Ananda, Web Desk
Updated at:
23 Sep 2019 01:08 PM (IST)
তাৎপর্যপূর্ণভাবে গতকালই হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -