হায়দরাবাদ: আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় উভয় দিকের ভারসাম্য বজায় রেখেছে বলে মনে করছে দেশের তথ্যপ্রযুক্তি মহল। বুধবারের রায়ের ফলে মোদী সরকারের সাধের প্রকল্পের বিরুদ্ধে ওঠা সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন খারিজ হলেও, মোবাইল-ব্যাঙ্ক-শিক্ষায় আধার জরুরি নয় বলে শীর্ষ আদালত জানিয়ে দেওয়ায় সাংবিধানিক বেঞ্চের রায়ে ধাক্কা খেয়েছে কেন্দ্র।
এই প্রেক্ষিতে ইনফোসিসের চিফ ফিনান্সিয়াল অফিসার মোহনদাস পাই জানান, মোটের ওপর এটা ভাল রায়। কারণ এদিনের রায় আধারকে পরিচয় হিসেবে স্বীকৃতি দিল। ফলে সরকারের কাছে শর্তসাপেক্ষে আধার বাধ্যতামূলক করার ক্ষেত্রে কোনও বাধা রইল না। একইসঙ্গে, একজন ব্যক্তিকে তাঁর ব্যক্তিগত তথ্যের ওপর প্রাথমিক অধিকারকেও স্বীকৃতি দিল শীর্ষ আদালত।
মোহনদান পাই এ-ও জানান, আধার হল একটি অনবদ্য প্রকল্প। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার বাধ্যতামূলক বলে যে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত, তা গ্রহণযোগ্য। কারণ, এর ফলে, সুশাসন নিশ্চিত করা সম্ভব।
সংস্থার আরেক প্রাক্তন কর্তা বালকৃষ্ণণও একই মত পোষণ করেন। বলেন, আধার-তথ্যের ব্যবহার ও গোপনীয়তা রক্ষা নিয়ে যে সংশয় ছিল, এদিনের রায়ে সেই সব প্রশ্নের জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি যোগ করেন, আধার নম্বরের অপব্যবহার অনেকাংশে রুখে দেওয়ার রাস্তা বলে দিয়েছে শীর্ষ আদালত। বালকৃষ্ণণ বলেন, প্রথমে আধারকে পরিচয় হিসেবে দেখা হয়েছিল। পরের দিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল সংযোগ-- সর্বক্ষেত্রে তা বাধ্যতামূলক করার চেষ্টা করে কেন্দ্র।
ফলত, অচিরেই নাগরিকদের মধ্যে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত সংশয় দেখা দেয়। কারণ, সরকার তা নজরদারির জন্য ব্যবহার করছিল। সুপ্রিম কোর্ট এদিন সেই ধারাগুলিকে খারিজ করে দিয়ে সঠিক কাজই করেছে।
আধার: সুপ্রিম কোর্টের রায় ভারসাম্য বজায় রেখেছে, মত তথ্যপ্রযুক্তি মহলের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 06:47 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -