নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপি-র বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরা। তিনি রাফাল চুক্তি নিয়ে বিজেপি-কে খোঁচা দিয়ে বলেছেন, ‘গত চার বছর ধরে আমার বিরুদ্ধে ভিত্তিহীন রাজনৈতিক প্রতিহিংসা চালিয়ে যাচ্ছে বিজেপি। সব সংস্থাকে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা বর্তমান সরকারের চেয়ে ভালভাবে আর কেউ করতে পারে না। দেশের মানুষ মিথ্যা কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গিয়েছেন। তাই ৫৬ ইঞ্চি নিয়ে দাঁড়িয়ে দেশের মানুষকে রাফাল চুক্তির বিষয়ে সত্য জানানো উচিত।’
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থাকতেই বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন। রাফাল চুক্তি নিয়ে কংগ্রেসের অভিযোগের পাল্টা গাঁধী পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত দাবি করেছেন, বঢরার সংস্থাকে বেছে না নেওয়ায় রাফাল চুক্তি বাতিল করে ইউপিএ সরকার। আজ তারই জবাব দিলেন সনিয়ার জামাই।
আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করে রাফাল চুক্তির সত্যতা জানাক বিজেপি, দাবি রবার্ট বঢরার
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 04:58 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -