বেঙ্গালুরু: গাড়ির বাতিল হয়ে যাওয়া যন্ত্রাংশ, মেটাল চেন, চাকা, চাকার অংশ, নাট, বোল্ট, শিট সহ আরও নানা ধরনের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৪ ফুট লম্বা মূর্তি তৈরি হল। কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুতে এই মূর্তিটি স্থাপন করা হবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে।


প্রধানমন্ত্রীর এই মূর্তিটি তৈরি করেছেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালি অঞ্চলের এক শিল্পী ও তাঁর ছেলে। চলতি সপ্তাহেই মূর্তিটি প্রকাশ্যে আনা হয়েছে।


শিল্পী বেঙ্কটেশ্বর রাও জানিয়েছেন, ‘সূর্য শিল্পশালা নামে একটি ওয়ার্কশপ চালাই আমি। আমার সঙ্গে ১০-১৫ জন শিল্পী কাজ করে। স্থানীয় বিজেপি নেতা মোহন রাজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মূর্তি তৈরি করে দিতে বলেন। দু’মাস ধরে ১০-১৫ জন মিলে কাজ করে মূর্তিটি তৈরি করা সম্ভব হয়েছে। ১৪ ফুট লম্বা মূর্তি তৈরি করতে প্রায় ২ টন বাতিল জিনিসপত্র লেগেছে।’


বেঙ্কটেশ্বর জানিয়েছেন, তাঁরা অনেক বছর ধরেই বাতিল জিনিসপত্র দিয়ে মূর্তি তৈরি করে চলেছেন। গত ১২ বছরে তাঁরা প্রায় ১০০ টন বাতিল লোহা দিয়ে বেশ কয়েকটি স্থাপত্য বানিয়েছেন। এর জন্য তাঁরা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন। প্রধানমন্ত্রীর মূর্তি তৈরি করার আগে তাঁরা ৭৫ হাজার বাতিল নাট দিয়ে মহাত্মা গাঁধীর ১০ ফুট লম্বা মূর্তি তৈরি করেছেন, যা বিশ্বরেকর্ড।


এই শিল্পী আরও জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর মূর্তি তৈরি করার জন্য হায়দরাবাদ, বিশাখাপত্তনম, গুন্টুর ও চেন্নাই থেকে বাতিল জিনিসপত্র আনিয়েছেন। তিনি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে বাতিল জিনিসপত্র জোগাড় করেছেন বলে জানিয়েছেন বেঙ্কটেশ্বর। এই শিল্পীর পরিবার কয়েক প্রজন্ম ধরে মূর্তি বানিয়ে চলেছে। তিনি পঞ্চম প্রজন্মের শিল্পী। তিনি ব্রোঞ্জের মূর্তি তৈরিতে বিশেষভাবে দক্ষ। তাঁর পুত্র রবিই প্রথম বাতিল জিনিসপত্র দিয়ে মূর্তি তৈরি শুরু করেন।


ফাইন আর্টসে মাস্টার ডিগ্রি আছে রবির। তিনি বাবার সঙ্গে মিলে হিন্দুস্তান অ্যাম্বাসাডার গাড়ির মডেল, ট্রাক্টর, জাতীয় প্রতীক, গরুর গাড়ি সহ বিভিন্ন ধরনের স্থাপত্য বানিয়েছেন।