বারমের (রাজস্থান): রাজস্থানের বারমের জেলায় ভয়াবহ দুর্ঘটনা। বাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত পাঁচজনের। পুলিশ সূত্রে খবর, বারমের জেলার পাঁচপাড্রার কাছে বারমের-জোধপুর হাইওয়েতে একটি ট্যাঙ্কার ট্রেলারের সঙ্গে সংঘর্ষের জেরে বেসরকারি বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। পাঁচজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।


রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বারমেরের জেলাশাসককে দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।


স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বেসরকারি বাসটি বালোত্রা অঞ্চল থেকে রওনা দেয়। হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি ট্যাঙ্কার বাসটিকে ধাক্কা মারে। ট্যাঙ্কারটি ভুল লেনে আসছিল। এই দুর্ঘটনার পরেই স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। পাঁচপাড্রার বিধায়ক মদন প্রজাপত এবং রাজস্থানে পরিবেশ ও বন মন্ত্রী সুখরাম বিষ্ণোই ঘটনাস্থলে পৌঁছন।


একটি সূত্রে খবর, এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বাসটি থেকে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদের সম্পর্কে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই।


বারমের জেলার পুলিশ সুপার দীপক ভার্গব অবশ্য জানিয়েছেন, ‘রাজস্থানের বারমের জেলার পাঁচপাড্রার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে।’


স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী নিজে এই দুর্ঘটনার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন। সরকারি আধিকারিকদের দ্রুত উদ্ধারকার্য পরিচালনার বিষয়ে নির্দেশ দিয়েছেন গহলৌত। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি।


বারমের জেলা প্রশাসনের আধিকারিকরা আবার জানিয়েছেন, অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে পুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই গুরুতর দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।