করাচি: বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ রেখে ফের জয়ী হয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। তবু, ভারতকেই এখনও বিশ্বকাপে নিজেদের প্রধান প্রতিপক্ষ মনে করছে পাকিস্তান। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির মন্তব্য থেকে অন্তত সেরকমই নির্যাস পাওয়া যাচ্ছে। বাসিতের কথায় শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটবিশ্বে।

কী বলেছেন বাসিত? প্রাক্তন পাক ক্রিকেটারের চাঞ্চল্যকর দাবি, পাকিস্তানের সেমিফাইনালে ওঠা আটকাতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেও যেতে পারে ভারত। একটি নিউজ চ্যানেলে বাসিত বলেছেন, ‘ভারত কখনওই চাইবে না যে, পাকিস্তান সেমিফাইনালে উঠুক। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওদের ম্যাচ বাকি রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত কীভাবে জিতেছে সেটা সকলেই দেখেছেন।’

বাসিতের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া কী করল? ডেভিড ওয়ার্নার কী করল? ১৯৯২ সালে কী হয়েছিল? নিউজিল্যান্ড ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। ইমরান ভাইকে (ইমরান খান) জিজ্ঞেস করলে একই কথা বলবে। ঘরের মাঠে সেমিফাইনাল খেলার সুবিধা ভোগ করার জন্য নিউজিল্যান্ড ম্যাচ ছেড়েছিল।’
















ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করার জন্য সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাসিত। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন প্রাক্তন পাক তারকা। এক ক্রিকেটপ্রেমী টুইটারে কটাক্ষ করেন, ‘ভারত মোটেও পাকিস্তানের মতো ম্যাচ গড়াপেটা করে না। ভারতকে নিয়ে আপনার হতাশার মাত্রাটা বুঝতে পারছি। তবে এতটা নিম্নমানের চিন্তাভাবনা করবেন না।’ একজন টুইট করেছেন, ‘এর থেকেই বোঝা যাচ্ছে বাসিত আলি কীরকম ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন। লজ্জাজনক মন্তব্য।’ একজন লিখেছেন, ‘ব্যর্থ ক্রিকেটারের আবর্জনার মতো মন্তব্য।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘এই মন্তব্যটা পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রের সেই অভিভাবকদের মতো শোনাচ্ছে, যাঁরা বলেন তাঁদের ছেলে-মেয়ে অকৃতকার্য হয়েছে ক্লাসের ফার্স্ট বয় উত্তর বলে দেয়নি বলে।’