শ্রীনগর: আপনার সন্তানের জন্য দেশ গর্বিত। গত ১২ তারিখ অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত জম্মু ও কাশ্মীর পুলিশ অফিসার আরশাদ আহমেদ খানের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশ্বাস দিলেন, পরিবারের দায়িত্ব নেবে সরকার।
বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের নিয়ে শ্রীনগরের সিভিল লাইন্সের কাছে আরশাদের বাড়ি যান শাহ। কথা বলেন আরশাদের নিহত পুলিশ অফিসারের বাবা মুস্তাক আহমেদ খান ও মা মেহবুবা বেগমের সঙ্গে। আরশাদের স্ত্রীকে রাজ্য সরকারি চাকরির নিয়োগপত্র দেন। পাশাপাশি, পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
পরে, নিজের সরকারি টুইটারে হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দেশের নিরাপত্তার জন্য আরশাদ খানের বলিদানের জন্য বহু প্রাণ বেঁচেছে। গোটা দেশ আরশাদ খানের সাহসিকতা ও বীরত্বের জন্য গর্বিত।
জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে গুরুতর জখম হন ৩৭ বছরের আরশাদ। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এইমসে ভর্তি করা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। ১৬ তারিখ তিনি মারা যান।
গত ১২ তারিখ সিআরপিএফ-এর প্যাট্রলিং টিমের ওপর অতর্কিতে হামলা চালায় জঈশ-ই-মহম্মদ জঙ্গি। ওই হামলায় পাঁচ জওয়ান নিহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন অনন্তনাগের স্টেশন হাউস অফিসার আরশাদ। যেই তিনি নিজের বুলেটপ্রুফ গাড়ি থেকে নামেন, জঙ্গি-গুলির নিশানায় চলে আসেন তিনি। একটি গুলি তাঁর যকৃৎ ও পেট ফুঁড়ে বেরিয়ে যায়। সেই অবস্থাতেও, তিনি লড়াই চালিয়ে যান।
এদিকে, জম্মু ও কাশ্মীরে মোতায়েন নিরাপত্তাবাহিনীর বীরত্বকে কুর্নিশ করে অমিত শাহ তাদের নির্দেশ দেন, সন্ত্রাসবাদকে কোনওভাবে যেন রেয়াত না করা হয়। সন্ত্রাসে মদতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেন তিনি। এদিন, রাজ্য ও কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।