কলকাতা: সদ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।


গত ২ জানুয়ারি সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়েছিল সৌরভের। হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টি। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। স্টেন্ট বসানোর পরে তিনি সঙ্কটমুক্ত বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আপাতত প্রয়োজন নেই বাইপাস সার্জারি করার, হাসপাতাল সূত্রে খবর। সৌরভকে দেখতে কলকাতায় এসেছিলেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। জানানো হয়েছিল, সৌরভের আরও দুটি স্টেন্ট বসানো হবে। তবে সেটা কিছুদিন পরে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

তারই মাঝে জানা যায়, সৌরভের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হার্টে ব্লকেজ রয়েছে। তাঁকেও উডল্যান্ডসে ভর্তি করে স্টেন্ট বসানো হয়। এবার ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ। ক্রিকেটের কামব্যাক কিং তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হল।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ! তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। গতকাল হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে। নির্দিষ্ট কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে উডল্যান্ডস হাসপাতালে যান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। তখন হাসপাতালেই ছিলেন সৌরভের স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস। প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। দেবী শেট্টি বলেন, "ওকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, কোনও বড় রকম সমস্যা নেই, কোনওরকম সমস্যা তৈরি করবে না, বাড়ির যাওয়ার পরদিন থেকেই ও কর্মজীবনে ফিরতে পারবে, যে ব্লকেজ তৈরি হয়েছে, ও যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ, যে কোনও সাধারণ মানুষের ৪০ পেরোলেই চেকআপে থাকা উচিত।"

তবে সৌরভের অসুস্থতার পরই নানা মহলে এই প্রশ্নও উঠছে, সৌরভের ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি হয়েছিল? তার জেরেই কি হঠাৎ‍ অসুস্থ হয়ে পড়েন? আর তাই প্রত্যাশিতভাবেই দেবী শেট্টির কাছে এই প্রশ্নও করা হয়েছিল, বর্তমান শারীরিক পরিস্থিতিতে কি সৌরভ রাজনীতিতে নামতে পারবেন? অত্যন্ত কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে যান বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ। আপাতত অবশ্য ফের উদ্বেগ তৈরি হয়েছে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে।