- Home
-
খবর
-
আজ ফোকাস-এ
Live Update: হিংসা রুখতে ৬ জেলায় বন্ধ ইন্টারনেট, অব্যাহত বিক্ষোভ-অবরোধ, প্রধানমন্ত্রীকে রিপোর্ট বিজেপি-র
Live Update: হিংসা রুখতে ৬ জেলায় বন্ধ ইন্টারনেট, অব্যাহত বিক্ষোভ-অবরোধ, প্রধানমন্ত্রীকে রিপোর্ট বিজেপি-র
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, ‘‘সরকার বার বার বলা সত্ত্বেও, কিছু বহিরাগত, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে।...’’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
15 Dec 2019 06:54 PM
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সরকার বার বার বলা সত্ত্বেও, কিছু বহিরাগত, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বারাসত মহকুমা, এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে,
উত্তর পূর্বাঞ্চলের আটকে পড়াদের খাবার, জলের ব্যবস্থা করতে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ডিএমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মালদার বৈষ্ণবনগরে জাতীয় সড়কের টোল প্লাজায় ভাঙচুরের চেষ্টা। ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজায় হামলার চেষ্টা। পুলিশের লাঠিচার্জ।
প্রতিবাদের নামে গুণ্ডামি অব্যাহত। মুর্শিদাবাদের রেজিনগরে আক্রান্ত আরপিএফ। রেলরক্ষী বাহিনীর গাড়িতে আগুন। পুলিশকে মারধর।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার মুর্শিদাবাদের মণিগ্রাম স্টেশনে তাণ্ডব বিক্ষোভকারীদের। স্টেশন চত্বরে ভাঙচুর। জ্বালানো হল আরপিএফের গাড়ি। বন্ধ ট্রেন পরিষেবা। অন্যদিকে রেজিনগরে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ। রেজিনগর স্টেশনে আরপিএফের গাড়ি ভাঙচুর করে আগুন। পুলিশকর্মীদের মারধর।
প্রতিবাদের নামে এবার বীরভূমের নলহাটির লোহাপুর স্টেশনে তাণ্ডব, আগুন।
মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা রোড স্টেশনে রেল অবরোধ। রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
প্রতিবাদের নামে এবার দঃ শহরতলির আক্রা স্টেশনে আগুন। ২টি ট্রেন ভাঙচুর। শিয়ালদা-বজবজ শাখার আক্রা স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। রেললাইনের মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মহেশতলা থানার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। হামলার হাত রক্ষা পেল না পুলিশও। পাথরের আঘাতে আহত ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল আশিস রায় এবং মহেশতলার সুবীরকুমার বাগ ছাড়াও আরও ৩ পুলিশকর্মী।
মালদার বৈষ্ণবনগরে জাতীয় সড়কের টোল প্লাজায় ভাঙচুরের চেষ্টা। ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজায় হামলার চেষ্টা। পুলিশের লাঠিচার্জ।
অণ্ডালে রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিল রাজ্য বিজেপির প্রতিনিধি দল, দাবি বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ হয় বঙ্গ বিজেপির প্রতিনিধি দলের।
নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ, আরও ট্রেন বাতিল -
- বাতিল আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
- বাতিল আপ শিয়ালদা- বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
- বাতিল শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
এবার নতুন নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির সমর্থনে মিছিল বিজেপির। উত্তর ২৪ পরগনার সোদপুরে বিজেপির যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারের নেতৃত্বে মিছিল হয়। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে মিছিলে অংশ নেন বিজেপির কর্মী সমর্থকরা।
খড়দার রুইয়া বকুলতলা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। দেগঙ্গার চৌরাশিয়ায় জীবনপুর বাজারে বেড়াচাঁপা-পৃথিবা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভকারীদের
ফরাক্কায় প্রতিবাদের নামে তাণ্ডব রুখতে লাঠি হাতে নামলেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে স্টেশন চত্বরে শুরু হয় ভাঙচুর অবরোধ। পরিস্থিতি সামলাতে লাঠি হাতে নামেন বিধায়ক। যদিও এখনও পর্যন্ত রেল অবরোধ চলছে।
প্রতিবাদের নামে এবার দঃ শহরতলির আক্রা স্টেশনে আগুন। ২টি ট্রেন ভাঙচুর। শিয়ালদা-বজবজ শাখার আক্রা স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। রেললাইনের মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মহেশতলা থানার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।
আইন হাতে তুলে নিতে নিষেধ করা সত্ত্বেও উত্তর দিনাজপুরের করণদিঘিতে নাগরিকত্ব আইন বিরোধী তৃণমূলের মিছিল থেকেই ইটবৃষ্টি। যাত্রীবাহী সরকারি-বেসরকারি বাসে ব্যাপক ভাঙচুর। বাস থেকে নেমে পালালেন আতঙ্কিত যাত্রীরা।
হাওড়া-আমতা রোড অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একই ছবি ডায়মন্ডহারবারেও, আক্রায় রেল রোকো
'হিংসা রুখে দেওয়ার ভার মুখ্যমন্ত্রীর, সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না বলেই হিংসা ছড়াচ্ছে', দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের
'টাকা দিয়ে অশান্তি করাচ্ছে বিজেপি, কড়া হাতে সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী' মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
কারও কথায় প্রভাবিত হবেন না, হিংসার আশ্রয় নেবেন না, শান্তি বজায় রাখার আবেদন অধীরের
'নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করলেও মুখ্যমন্ত্রী বার বার শান্তির বার্তা দিয়েছেন' বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, 'পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত হচ্ছে,' মন্তব্য দিলীপ ঘোষের
মালদার বৈষ্ণবনগরে জাতীয় সড়কের টোল প্লাজায় ভাঙচুরের চেষ্টা। ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজায় হামলার চেষ্টা। পুলিশের লাঠিচার্জ।
মালদার ভালুকা রোডে স্টেশনে ভাঙচুর, রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হাওড়ার আমতা, কোচবিহারের মাথাভাঙায় পথ অবরোধ। উলুবেড়িয়ায় শান্তি মিছিল পুলিশের।
নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও বীরভূমে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়।
হাওড়া, হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের মিছিল। দুর্গাপুর, বসিরহাটে কংগ্রেসের বিক্ষোভ।
উত্তর ২৪ পরগনায় আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে সোনাডাঙা ও ধানকল মোড়ে পথ অবরোধ। প্রথমে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, পরে তা জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। আমডাঙার কামদেবপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলাকালীন শুরু পিকনিক। রাস্তা আটকে রান্নার আয়োজন।
শিয়ালদা-বজবজ শাখার আক্রা স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। রেললাইনের মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
হাওড়ার আমতায় ১০ নম্বর পোলের কাছে হাওড়া-আমতা রোড অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা।
মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা রোড স্টেশনে রেল অবরোধ। রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
প্রেক্ষাপট
কলকাতা : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্তি চলছেই। এই নিয়ে টানা তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ, ট্রেন ও বাস ভাঙচুর, প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল রাজ্য।
নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি রবিবারও নিয়ন্ত্রণে না আসায় ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সরকার বার বার বলা সত্ত্বেও, কিছু বহিরাগত, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বারাসাত মহকুমা, এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।
রবিবারও সকাল থেকে দেখা যায় রাজ্যে ক্রমেই আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে।