কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অর্থমন্ত্রী বলেন, ‘ভারতকে বিভাজনের পথে নিয়ে যাওয়া হচ্ছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, দেশে জিডিপির হার গত ৮ বছরে সর্বনিম্ন। রাজ্যের জিডিপি হার ১০.৪ শতাংশে এসেছে।
আর কী কী বলছেন অর্থমন্ত্রী, দেখে নেব এক নজরে।
- ক্ষুদ্রশিল্পে বাংলা এখন প্রথম স্থানে।
- গৃহনির্মাণে এখন বাংলা প্রথম।
- বাংলায় ২২ হাজার ২৬৬ কোটি টাকা বিনিয়োগ এসেছে ।
- বড়শিল্পে ৮.৪৫ লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
- স্বাস্থ্যসাথী প্রকল্পে নিখরচায় চিকিৎসা নতুন প্রাণ পেয়েছে।
- গুড গভর্নেন্স-এর মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে ।
- ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বাধিক।
- বাংলায় বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে।
- কমেছে কন্যাসন্তানদের বাল্যবিবাহ ।
- কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পের সাহায্য পেয়েছে।
- কৃষকবন্ধু, শস্যবিমার সাহায্যে কৃষকদের আয় বেড়েছে।
- অসংগঠিত শ্রমিক পরিবারের জন্য সামাজিক সুরক্ষা যোজনা।
- ১০০ দিনের কাজে বাংলা প্রথম স্থানে ।
- গ্রামীণ, গৃহনির্মাণ, রাস্তানির্মাণে বাংলা প্রথম ।
- বকেয়া কর আদায়ের জন্য নতুন প্রস্তাব নেওয়া হয়েছে।
- মোটর ভেহিকেলস্-এর সব জরিমানা মকুব।
- চা-বাগানগুলিতে কৃষি আয়কর সম্পূর্ণ মকুব।
- পুরনো মামলার নিষ্পত্তির জন্য একাধিক ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব। ৯০ দিনের মধ্যে মামালার নিষ্পত্তি করতে হবে ।
- আগামী ২ বছরে আরও ৩টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হবে।
- এরজন্য ৫০ কোটি টাকা ব্যয়-বরাদ্দ করা হয়েছে।
- প্রবীণ তপশিলি মানুষদের জন্য নতুন প্রকল্প আনা হচ্ছে।
- প্রতিমাসে ১ হাজার টাকা বার্ধক্য ভাতা দেওয়া হবে। এরজন্য ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে।
- সামাজিক সুরক্ষায় নতুন প্রকল্পের ঘোষণা। নিখরচায় এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা । এই প্রকল্পের সুবিধা পাবেন প্রায় দেড় কোটি পরিবার। এরজন্য ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়-বরাদ্দ হয়েছে।
- ক্ষুদ্র-ছোট-মাঝারি বঙ্গশ্রী নামে নতুন উত্সাহ প্রকল্পের প্রস্তাব।
- নতুন ক্ষুদ্র শিল্প স্থাপন, কর্মসংসস্থানে সুযোগ তৈরি হবে। এরজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হবে।
- বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসাথী প্রকল্প। এরজন্য ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ।
- রাজ্যে ১০০ নতুন এনএসএমই প্রকল্প চালুর প্রস্তাব।
- দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।
- চা-বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য চা-সুন্দরী নামে গৃহনির্মাণ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
- দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুত্ দেওয়া হবে । এরজন্য হাসির আলো প্রকল্পে, ২০০ কোটি টাকা বরাদ্দ। এতে প্রায় ৩৫ লক্ষ পরিবার উপকৃত হবে ।
- কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরে ৩টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি হবে । কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ছাড়া আর্থিক বৃদ্ধি অর্থহীন।
- আর্থিক মন্দা সত্ত্বেও বাংলার আর্থিক বৃদ্ধি অক্ষুণ্ণ।
- কর্মসংস্থানের জন্য ২লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে।