নয়াদিল্লি: তফশিলি জাতি/উপজাতি সংশোধনী আইন ২০১৮ সুপ্রিম কোর্টে বহাল রইল। এর ফলে তফশিলি জাতি বা উপজাতিভুক্ত কারও বিরুদ্ধে হিংসার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ গ্রেফতার করা যাবে, তিনি আগাম জামিন পাবেন না।
এই সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন জমা পড়ে, অভিযোগ করা হয়, সংসদ কোনও কারণ ছাড়াই এই আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিচারপতি অরুণ মিশ্র, বিনীত সরণ ও রবীন্দ ভাটের বেঞ্চ সংশোধনীটি বহাল রেখে জানিয়েছে, এই আইনে মামলা দায়ের করতে প্রাথমিক তদন্ত নিষ্প্রয়োজন, অভিযুক্ত আগাম জামিন পাবেন না। তবে আদালত যদি মনে করে তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই আগাম জামিন দিতে পারে।
গত অক্টোবরেই শীর্ষ আদালত ইঙ্গিত দেয়, কেন্দ্র তফশিলি জাতি/উপজাতি আইনে যে সংশোধনী এনেছে তা বজায় রাখবে তারা। তবে এই আইনে মামলা রুজু হলেও যদি প্রাথমিকভাবে মনে হয় মিথ্যে অভিযোগ আনা হয়েছে, তবে গ্রেফতার করা বা মামলা রুজু করার আগে পুলিশ প্রাথমিক তদন্ত করে দেখতে পারে।
তফশিলি জাতি/উপজাতিদের ওপর হিংসার ঘটনায় তদন্ত ছাড়াই গ্রেফতার, আইনে সাংবিধানিক সংশোধনী বহাল রাখল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2020 12:29 PM (IST)
গত অক্টোবরেই শীর্ষ আদালত ইঙ্গিত দেয়, কেন্দ্র তফশিলি জাতি/উপজাতি আইনে যে সংশোধনী এনেছে তা বজায় রাখবে তারা। তবে এই আইনে মামলা রুজু হলেও যদি প্রাথমিকভাবে মনে হয় মিথ্যে অভিযোগ আনা হয়েছে, তবে গ্রেফতার করা বা মামলা রুজু করার আগে পুলিশ প্রাথমিক তদন্ত করে দেখতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -