Bihar Election 2020 Final Results LIVE: বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই, আশ্বস্ত করল বিজেপি, শপথ নেবেন দীপাবলির পরে, জানাল জেডিইউ

Bihar Assembly Election 2020 Final Result, Vote Counting Tally LIVE Updates::২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২।প্রত্যাবর্তন নীতীশের নেতৃত্বাধীন এনডিএ জোটের, একক বৃহত্তম দল আরজেডি।প্রতি মুহূর্তের যাবতীয় আপডেট দেখতে থাকুন এখানেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Nov 2020 08:41 PM

প্রেক্ষাপট

পটনা: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহার বিধানসভা ভোটে জয়ী এনডিএ। জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতল বিজেপি। কারচুপির অভিযোগ খারিজ। উন্নয়নের পক্ষে জয়, ট্যুইট মোদির। একক বৃহত্তম দল আরজেডি। বিহারে ফের ফার্স্টবয়...More

বিহারে এবারের বিধানসভা নির্বাচনে ১২৫টি আসন পেয়ে ফের সরকার গড়ছে এনডিএ। এনডিএ-র সহযোগী দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে বিজেপি। জনতা দল ইউনাইটেড পেয়েছে ৪৩টি আসন। ফলে নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে কি না, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তবে বিজেপি নেতারা জানিয়েছেন, নীতীশই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন। জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী জানিয়েছেন, দীপাবলির পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ।