এই সাংসদ জানিয়েছেন, ‘তফশিলি জাতি ও উপজাতি আইনে পরিবর্তনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছে বেশ কয়েকটি সংগঠন। তারা ভারত বনধেরও ডাক দিয়েছে। এই সংগঠনগুলির সদস্যরাই আমার জাতের বিষয়ে প্রশ্ন করে মারতে থাকে। আমি কোনওদিন জাত-পাতের রাজনীতি করিনি। কিন্তু তা সত্ত্বেও আক্রান্ত হতে হল।’ মুজফফরপুরে আক্রান্ত হয়ে কেঁদে ফেললেন পাপ্পু যাদব
Web Desk, ABP Ananda | 06 Sep 2018 04:30 PM (IST)
পটনা: জন অধিকারী পার্টি প্রধান তথা সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের উপর হামলা চালানো হল। আজ বিহারের মুজফফরপুরে আক্রান্ত হয় পাপ্পুর কনভয়। তাঁকে হামলাকারীদের হাত থেকে বাঁচান নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে কেঁদে ফেলেন পাপ্পু।