Bihar Phase 2 Polling LIVE: 'এক গোষ্ঠীর মানুষ চান না আপনি 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রী রাম' বলুন': সহর্সের জনসভায় মোদি

Bihar Polls: আজ ভাগ্যপরীক্ষা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Nov 2020 09:06 PM
বিহারে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্বে ভোটদানের হার ৫৩.৫১ শতাংশ। জানাল নির্বাচন কমিশন।
Bihar Phase 2 Polling LIVE: দপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৮৩ শতাংশ



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৮৩ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

Bihar Phase 2 Polling LIVE: "এক গোষ্ঠীর মানুষ চান না আপনি 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রী রাম' বলুন": সহর্সের জনসভায় মোদি



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
বিহারে তৃতীয় দফার ভোটপ্রচারে নরেন্দ্র মোদি। এদিন সহর্সে এক জনসভায় মোদি বলেন, এক গোষ্ঠীর মানুষ চান না আপনি 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রী রাম' বলুন। এখন তারা সকলে একসঙ্গে জোট বেঁধেছে। তারা এখ বিহারবাসীর কাছে ভোট চাইছে। সময় এসেছে তাদের যোগ্য জবাব দেওয়ার।

Bihar Phase 2 Polling LIVE: ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে বিহারবাসীর আশা-আকাঙ্খা পূরণের সময়: আরারিয়ার জনসভায় মোদি



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
আরারিয়া জেলার ফোরবেসগঞ্জে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদি। বললেন, ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে বিহারবাসীর আশা-আকাঙ্খা পূরণের সময়

Bihar Phase 2 Polling LIVE: আজ বিহারে দ্বিতীয় দফার নির্বাচন, ভোট দিলেন রবিশঙ্কর প্রসাদ



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
পটনায় ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Bihar Phase 2 Polling LIVE: বিহারে পরিবর্তনের ঢেউ চলছে: শত্রুঘ্ন



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিন্হা বলেন, বিহারে পরিবর্তনের ঢেউ চলছে। আমি ফলাফলের বিষয়ে আশাবাদী। আমি নিশ্চিত ফল লব সিন্হার পক্ষেই যাবে। প্রসঙ্গত পটনা বাঁকিপুর আসনের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন-পুত্র লব।

Bihar Phase 2 Polling LIVE: ভোট দিলেন লোক জনশক্তি পার্টি সভাপতি চিরাগ পাসোয়ান



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
ভোট দিলেন লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসোয়ান।
Bihar Phase 2 Polling LIVE: সতর্কতা অবলম্বন করে ভোট দিন, আহ্বান সুশীল মোদির



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
কুম্ভহার কেন্দ্রে ভোট দিলেন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি। বললেন, আমি মানুষকে অনুরোধ করব, ঘর থেকে বেরিয়ে ভোট দিন, সতর্কতা অবলম্বন করুন। সোশ্যাল ডিস্ট্য়ান্স বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

Bihar Phase 2 Polling LIVE: করোনাকালে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখেছেন ভোটাররা



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।

Bihar Phase 2 Polling LIVE: এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।

Bihar Phase 2 Polling LIVE: ভোটকেন্দ্রে চলছে স্যানিটাইজেশন



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া।

Bihar Phase 2 Polling LIVE: ১০ নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতীশ কুমার: চিরাগ পাসোয়ান



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া।
আমি লিখে দিতে পারি, ১০ নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতীশ কুমার। তবে, তাতে আমার কোনও ভূমিকা নেই। আমি বিহার ও বিহারীকে প্রাধান্য দিই। ৪ লক্ষ বিহারীদের তৈরি সুপারিশ অনুযায়ী, আমি কাজ করতে চাই।

Bihar Phase 2 Polling LIVE: বদলের জন্যই ভোট দিচ্ছেন বিহারবাসী: তেজস্বী যাদব



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া।
আরজেডি প্রধান লালু প্রসাদের পুত্র তথা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা। এদিন তিনি বলেন, বদলেরক এই সুনামিতে বিহারবাসী পড়াশোনা, রোজগার, ওষুধ, মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছে। বিহারবাসী বদলের জন্য ভোট দেবেন। আমি নিশ্চিত তাঁরা বদল আনবেন। তাঁরা সক্রিয় ও উন্নয়নশীল সরকার দেখতে চান।

Bihar Phase 2 Polling LIVE: প্রথম দফাতেই বদলের ইঙ্গিত মিলেছে, দ্বিতীয়তে আরও স্পষ্ট হবে: তেজস্বী যাদব



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া।
আরজেডি প্রধান লালু প্রসাদের পুত্র তথা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা। এদিন তিনি বলেন, প্রথম দফায় বদলের ইঙ্গিত মিলেছে। দ্বিতীয় দফায় তা আরও স্পষ্ট হবে।


প্রেক্ষাপট

পটনা: বিহারে আজ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটে আরজেডি প্রধান লালু প্রসাদের দুই পুত্রের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালি জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন। লালুর আরেক ছেলে তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্র থেকে। এই দফায় নীতীশ সরকারের চার মন্ত্রীরও ভাগ্যপরীক্ষা। দ্বিতীয় দফার ভোটে প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪৬৩। সবথেকে বেশি ২৭ জন প্রার্থী রয়েছেন মহারাজগঞ্জ আসনে। সবথেকে কম ৪ জন প্রার্থী লড়াই করছেন দারাউলি কেন্দ্রে। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.