পটনা: দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত। এরইমধ্যে কিছুটা সংক্রমণ কমায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। বিহারও তার ব্যতিক্রম নয়। এবার রাজ্যের  মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার জানিয়েছেন যে, রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা কমছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যে আগামী ৭ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। তবে সপ্তাহান্তে দোকানগুলি বন্ধ থাকবে। 


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গণ পরিবহণ  পরিষেবা স্বাভাবিকভাবে চলার অনুমতি দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ সহ সিনেমা হল ও শপিং মলগুলিও খুলবে। 


মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে নবম ও দশম শ্রেণীর পঠনপাঠন শুরু হবে ৭ অগাস্ট থেকে। অন্যদিকে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে ১৬ অগাস্ট থেকে। তিনি আরও জানিয়েছেন, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কোচিং প্রতিষ্ঠানগুলি কাজ চালাতে পারবে।


উল্লেখ্য, মুঙ্গের, লখিসরাই, জেহানাবাদ, বাঁকা, শেওহর, পূর্ব চম্পারন, সিতামারি, গোপালগঞ্জ, কৈমুর, বক্সার, সিওয়ান ও মুজফফরাবাদের মতো রাজ্যের ১২ টি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি। এর পরই মুখ্যমন্ত্রী বিধিনিষেধে এই শিথিলতার কথা জানালেন। 


বিহারে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা মঙ্গলবার কিছুটা বেড়েছে। সোমবারের ৩৭ এর তুলনায় তা বেড়ে হয়েছে ৬০। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যুর কোনও খবর নেই। 


বিহারের রাজধানী পটনাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে সমস্তিপুর ও সীতামারি। বর্তমানে বিহারে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৩৮৩।
এর পাশাপাশি স্বস্তির খবর যে, চলতি করোনা অতিমারিতে রাজ্য সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬২ শতাংশ। জাতীয় গড়ের তুলনায়, যা ১.২৪ শতাংশ কম।


উল্লেখ্য,  ভারতে করোনা ভাইরাসে গতকালের তুলনায় প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ। ফের সাড়ে পাঁচশো ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫।