নয়াদিল্লি: করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় একটি বিশেষ যন্ত্র ব্যবহারের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) ছাড়পত্র পেল বায়োকন বায়োলজিকস সংস্থা। ফলে এবার করোনা আক্রান্তদের শরীর থেকে রক্ত বের করে পরিশুদ্ধ করার যন্ত্র ‘সাইটোসর্ব’ ব্যবহার করতে পারবে এই সংস্থা। বায়োকনের এগজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার শ জানিয়েছেন, ‘আইসিইউ-তে ভর্তি ১৮ বছর বা তার বেশি বয়সের করোনা আক্রান্তদের চিকিৎসায় এই যন্ত্র ব্যবহার করা হবে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে অনুমতি দিয়েছে ডিসিজিআই। দেশে করোনা সংক্রমণ না কমা পর্যন্ত চিকিৎসায় সাইটোসর্ব ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাইটোসর্ব।’
২০১৩ সালে ভারতে সঙ্কটজনক রোগীদের চিকিৎসার জন্য সাইটোসর্ব ব্যবহার শুরু করে বায়োকন। এরপর থেকে অনেকের অঙ্গ প্রতিস্থাপন এবং অঙ্গ-প্রত্যঙ্গে পচন ধরা সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করা হয়েছে। রোগীরা এই যন্ত্র ব্যবহার করে উপকৃত হয়েছেন।
সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত করোনা আক্রান্তের ‘সাইটোকিন রিলিজ সিনড্রোম’ হয়েছে, তাঁদের অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের যাতে ‘সাইটোকিন রিলিজ সিনড্রোম’ না হয়, সেটাই নিশ্চিত করে সাইটোসর্ব। রক্ত পরিশুদ্ধ করে রোগীদের সুস্থ করে তোলে এই যন্ত্র।
এ বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনা আক্রান্তদের চিকিৎসায় সাইটোসর্ব ব্যবহারের অনুমতি দেয়। এবার ভারতেও সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে সাইটোসর্ব। বায়োকনের আশা, এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতে করোনা আক্রান্তদের সুস্থ করে তোলা যাবে।
সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসায় বায়োকনের বিশেষ যন্ত্র ব্যবহারের ছাড়পত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 05:30 PM (IST)
২০১৩ সালে ভারতে সঙ্কটজনক রোগীদের চিকিৎসার জন্য সাইটোসর্ব ব্যবহার শুরু করে বায়োকন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -