১৯৪৭ সালের অগাস্ট থেকে ১৯৬৪ সালের মে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। ১৯৬৪ সালে তিনি প্রয়াত হন। পরে তাঁর মেয়ে ইন্দিরা গাঁধী ও নাতি রাজীব গাঁধী প্রধানমন্ত্রী হন।
আজ মোদি ছাড়াও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও ট্যুইট করে নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পন্ডিত জওহরলাল নেহরুজি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের নির্মাতা এবং আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন। ওঁর পুণ্যতিথিতে ভারতের এই মহান পুত্রকে শ্রদ্ধাঞ্জলি জানাই।’