নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক পুরোটা দেখে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানিয়েছে, ২২ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।
১৯ তারিখ মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের মধ্যে ছবিটি দেখানো যাবে না বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ছবিটির প্রযোজকরা। তাঁদের আইনজীবী মুকুল রোহতাগি সুপ্রিম কোর্টে দাবি করেন, পুরো ছবি দেখেননি নির্বাচন কমিশনের আধিকারিকরা। তাঁরা শুধু ট্রেলার দেখেই ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবারের মধ্যে যাতে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া যায়, তার জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করারও প্রস্তাব দেন রোহতাগি। তাঁর সওয়ালের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে পুরো ছবিটি দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশনকে মোদির বায়োপিক দেখে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2019 01:14 PM (IST)
২২ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -