নয়াদিল্লি: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অদ্ভূত ঘটনা! বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে জাঁকজমক সহকারে দুটি ব্যাঙের ‘বিয়ে’ দেওয়ার দুই মাস পর তাদের ‘বিবাহবিচ্ছেদ’ ঘটনা হল। প্রথমে ব্যাঙ দুটির বিয়ে দেওয়া হয়েছিল বৃষ্টির কামনায়। এবার প্রবল বর্ষণের হাত থেকে অব্যাহতি পেতে সেই বিয়ের বিচ্ছেদ ঘটানো হল।
ভোপালে যখন খরার মতো পরিস্থিতি ছিল তখন গত ১৯ জুলাই কিছু লোকজন ব্যাঙ দুটির ‘বিয়ে’র আয়োজন করেছিলেন। তাঁদের বিশ্বাস ছিল যে, এতে বৃষ্টির দেবতা তুষ্ট হবেন। কিন্তু এবার প্রবল বৃষ্টির পরিপ্রেক্ষিতে ‘বিচ্ছেদ’ ঘটানো হল। বুধবার সন্ধেয় প্রতীকীভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই ‘বিচ্ছেদ’ ঘটালেন ওম শিব সেনা শক্তি মন্ডলের সদস্যরা।
গত বুধবার প্রবল বর্ষণে ভোপালের নিচু অঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়ে।এরপরই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
গত ১০-১১ দিন প্রবল বর্ষণে মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া বিভাগ ৩২ টি জেলায় আরও বৃষ্টির সতর্কতা বার্তা দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিন বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টির তীব্রতা কমতে পারে।