নয়াদিল্লি: রাজস্থান সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। বিধায়কদের দলবদল করার জন্য ২৫ কোটি টাকা করে টোপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তাঁর দাবি, রাজস্থান সরকার যখন করোনা মোকাবিলায় ব্যস্ত, তখন রাজ্যের প্রধান বিরোধী দল নোংরা রাজনীতি করছে এবং কংগ্রেস বিধায়কদের দলে টানার চেষ্টা করছে।


সাংবাদিক বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় নেতাদের কথায় কীভাবে রাজ্যের বিজেপি নেতারা রাজস্থান সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন, সেটা এখন প্রকাশ্যে এসে গিয়েছে। যে বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়া হচ্ছে, তাঁদের আগাম ১০ কোটি টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে। সরকার পড়ে গেলে আরও ১৫ কোটি টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়েকজন বিধায়ককে আরও বেশি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।’

কর্ণাটক ও মধ্যপ্রদেশের উদাহরণ দিয়ে গহলৌত বলেছেন, ‘অন্য রাজ্যগুলিতে আমরা যেরকম ঘোড়া কেনাবেচা দেখেছি, রাজস্থানে কোনওদিন সেরকম হয়নি। এখানকার বিধায়করা কোনওদিন মধ্যপ্রদেশের মতো পদত্যাগ করেননি। বিজেপি গুজরাতে বিধায়ক কিনেছে। মধ্যপ্রদেশে যা হয়েছে, রাজস্থানেও সেরকমই করার চেষ্টা করছে বিজেপি। (অটল বিহারী) বাজপেয়ীজির সময়ে পরিস্থিতি এরকম ছিল না। কিন্তু ২০১৪-র পরে বিজেপি-তে দম্ভ তৈরি হয়েছে। ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা চলছে। ইডি, সিবিআই ও আয়কর বিভাগের অপব্যবহার করা হচ্ছে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পরেই বিজেপি-র আসল চেহারা সবার সামনে এসে গিয়েছে। ওরা আগে যেটা প্রচ্ছন্নভাবে করত, এখন সেটাই প্রকাশ্যে করছে। গোয়া, মধ্যপ্রদেশ, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সেটা দেখা গিয়েছে। গত মাসে গুজরাতে রাজ্যসভা নির্বাচনে জেতার জন্য নির্লজ্জের মতো সাতজন বিধায়ককে কেনে বিজেপি। ওরা রাজস্থানেও একই কাজ করার চেষ্টা করছিল। তবে আমরা ওদের সেই অপচেষ্টা বানচাল করে দিয়েছি। ওদের এমন শিক্ষা দিয়েছি, দীর্ঘদিন মনে থাকবে। মানুষ সবই দেখছে। আগামী নির্বাচনে বিজেপি-র দম্ভ চূর্ণ হবে।’

রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ সরকার ফেলে দেওয়ার চক্রান্তের বিষয়ে তদন্ত করছে। এডিজি অশোক কুমার রাঠৌর জানিয়েছেন, বেআইনি অস্ত্রপাচারের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশকর্মীরা দুই দুষ্কৃতীর মধ্যে ফোনে কথোপকথন শুনে ফেলেন। দুষ্কৃতীরা গহলৌত সরকার ফেলে দেওয়ার বিষয়ে আলোচনা করছিল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিজেপি নেতা ওম মাথুর অবশ্য রাজস্থান সরকার ফেলে দেওয়ার চক্রান্তের সঙ্গে বিজেপি-র যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী গহলৌতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হবে বলেও জানিয়েছেন তিনি।