নয়াদিল্লি: এখন সারা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ‘মি টু’ আন্দোলন। বিভিন্ন পেশার পুরুষ-মহিলা জানাচ্ছেন তাঁর সঙ্গে ঘটা যৌন হেনস্থার কথা। প্রকাশ্যে আসছে সমাজের বহু গণ্যমান্য ব্যক্তির কাণ্ড। মুখোশ খুলে যাচ্ছে বহু মানুষের। এর সমর্থনে এবং বিপক্ষে মুখ খুলেছেন বহু মানুষ। এবার বিজেপি বিধায়ক ঊষা ঠাকুর ‘মি টু’ নিয়ে করে বসলেন এক বিতর্কিত মন্তব্য। তাঁর কথায়, মেয়েরা সহজ উপায় সাফল্যকে নিজেদের মুষ্টিবদ্ধ করতে ভালবাসেন। তাই মি টু-র বকলমে যৌন হেনস্থাকে হাতিয়ার করে লাইমলাইটে আসতেই বেশ কিছু মহিলা এবং পুরুষ মুখ খুলছেন।
মধ্যপ্রদেশের এই বিজেপি বিধায়ক মনে করেন, বহু মহিলাই আছেন, যাঁরা পেশাগত দুনিয়ায় শীঘ্র সাফল্য পেতে নানা রকমের আপস করে থাকেন। কিন্তু নিজের মূল্যবোধ খুইয়ে কেউ যদি ওপরে ওঠেন, তাঁর আসলে কোনও মূল্যই থাকে না।
এদিকে দিল্লির মহিলা কমিশনের পক্ষ থেকে যৌন হেনস্থার শিকার নির্যাতিতাদের পুলিশে অভিযোগ জানানোর আর্জি জানানো হয়েছে। এছাড়া একটি ই মেল আইডি তৈরি করা হয়েছে নির্যাতিতাদের অভিযোগ জানানোর জন্যে। কমিশন মনে করে, প্রত্যেক মহিলা যাঁরা এধরনের হেনস্থার শিকার, তাদের অনেক সাহস লেগেছে, নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা প্রকাশ্যে আনার জন্যে। তাই সকলেরই তাঁদের পাশে থাকা উচিত। অভিযোগ জানানোর ইমেল আইডিটি হল metoodcw@gmail.com।
প্রসঙ্গত, মি টু বাণে এরমধ্যেই বিদ্ধ দেশের বহু বিখ্যাত অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ একাধিক ব্যক্তি।
তাড়াতাড়ি সাফল্য পেতে মহিলারাই ‘শর্টকাট’ নেন, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2018 02:12 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -