নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখাই শুধু নয়, আগামী ৫০ বছর দেশে শাসন করবে বিজেপি। এমনই দাবি করলেন অমিত শাহ।
জাতীয় কর্মসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির মতে, পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আগামী লোকসভা নির্বাচন জিতবে দল। এ-ও জানান, তাঁর এই মন্তব্য কোনও অহংকার বা দম্ভ নয়। অমিত শাহের দাবি, স্বাধীনতার পর কংগ্রেস ১৯৪৭ থেকে ১৯৬৭ পর্যন্ত ক্ষমতায় ছিল। বিজেপিও তা করে দেখাতে পারে।
বৈঠকের নির্যাস সাংবাদিকদের সামনে পেশ করতে গিয়ে অমিত শাহকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ৯ কোটি কর্মী রয়েছে বিজেপির। অর্থাৎ, তাঁরা ৩৬-৪০ লক্ষ মানুষের সংস্পর্শে রয়েছেন। তিনি বলেন, আমাদের প্রয়োজন দেশের ২১ কোটি পরিবারের কাছে পৌঁছনো। যার অর্থ, ১১০ কোটির বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে সক্ষম। যা গোটা দেশের জনসংখ্যার সামিল।





রবিশংকর জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এ-ও জানিয়েছেন, এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পরিশ্রম করছেন এবং কেন্দ্রীয় সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ করে চলেছ। বলেন, অমিত শাহ বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর কঠোর পরিশ্রমের জন্যই বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচন জিতবে এবং আগামী ৫০ বছর কেউ তাদের ক্ষমতাচ্যূত করতে পারবে না।




কেন্দ্রীয় মন্ত্রী জানান, বৈঠকে শাহ বলেছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী ৩০০ লোকসভা কেন্দ্র পরিদর্শন করেছেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বাকি কেন্দ্রগুলিও ঘুরে ফেলবেন। কর্মসমিতির বৈঠকে অমিত শাহ দাবি করেন, ক্ষমতায় আসার পর থেকে এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ক্রমাগত কাজ-ভিত্তিক রাজনীতি করে চলেছে।
অমিত শাহ বলেছেন, দেশের রাজনীতি এখন পারফরম্যান্স (কাজ) ও আশার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই প্রেক্ষিতে গুজরাতের প্রসঙ্গে উত্থাপন করেন তিনি। বলেন, ২০০১ সালে মোদীর গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর দল একবারের জন্য ক্ষমতা হারায়নি। এর কারণ হল কাজ।