এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। বিহারের সহর্ষে কিশোরীর পথ আটকাল ৭ দুষ্কৃতী, সাইকেল থামিয়ে শ্লীলতাহানি, দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 28 Aug 2018 12:52 PM (IST)
পটনা: বিহারের সহর্ষে এক কিশোরীর শ্লীলতাহানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তীব্র ধিক্কারের মুখে পড়েছে ক্ষমতাসীন নীতীশ কুমার সরকার। ভিডিওয় দেখা যাচ্ছে, ৭ যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করছে। তারাই মোবাইল ফোনে ঘটনা রেকর্ড করে, তারপর তা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, এক কিশোরী সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সাইকেলের ক্যারিয়ারে রাখা বইপত্র। সে সময় ৭ জন তার পথ আটকে ওড়না ধরে টানে। মেয়েটি ছুটে পালাতে গেলে ছেলেগুলো তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, শ্লীলতাহানির চেষ্টা করে। ওই কিশোরীর কান্না ও কাকুতিমিনতি ভিডিওয় স্পষ্ট। কিশোরীর সঙ্গে তার এক পুরুষ বন্ধু ছিল, তাকেও মারধর করে দুষ্কৃতীরা। দেখুন ভিডিওটি