নয়াদিল্লি: করোনার উৎপত্তিস্থল ছিল চিনের উহান। করোনা-কালে সে কারণে চিনা প্রযুক্তি থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বহু দেশ। তারা ভর করতে চাইছে ভারত, তাইল্যান্ড, ভিয়েতনামের উপর। এমনকী অ্যাপলের মতো মোবাইল সংস্থাও ভারতে উৎপাদন করছে আইফোন ১১, আইফোন এক্স আর। শুধু বড় কোম্পানিই নয়, অনুসারী কোম্পানিগুলি ভারতে তাদের ব্যবসা বাড়াতে চাইছে। এর ফলে আগামী এক বছরে ভারতে ৫৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
অ্যাপলের সঙ্গে যুক্ত উৎপাদনকারী সংস্থা ইতিমধ্যে তাদের ৬টি উৎপাদন কেন্দ্র ভারতে সরিয়ে নিয়ে এসেছে। ভেন্ডর কোম্পানিগুলি শুধু যে স্মার্টফোনের উৎপাদন সরাতে চাইছে তাই নয়, ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটারের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ভারতের বাজারে ব্যবসা করতে চাইছে তারা। আগামিদিনে তেমনটা হলে আই ম্যাক, আই প্যাড আরও সস্তা হয়ে যাবে। কারণ চিনে তৈরি যন্ত্রাংশ আমদানি করতে চড়া হারে শুল্ক দিতে হবে না।
একটি সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে পা রেখেছে অ্যাপলের প্রস্তুতকারী সংস্থা। আসতে চলেছে আরও কয়েকটি সংস্থা। তাদের মধ্যে রয়েছে স্যামসাং, উইশট্রন, প্যাগাট্রন, ফক্সকনের মতো প্রথমসারির সংস্থা। করোনা আবহে বিশ্বের বহু দেশ এবং সংস্থা ভারতের বাজারে ঢুকে পড়তে চাইছে। তাদেরকে টেনে আনতে বেশকিছু স্কিম রাখছে কেন্দ্র।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ২২টি দেশীয় ও বিদেশি সংস্থা মিলে আগামী পাঁচ বছরে ১১.৫ লক্ষ কোটি টাকার জিনিস উৎপাদন করবে। যার ফলে ৭ লক্ষ কোটি টাকার বেশি রফতানি করতে পারবে বিদেশে।
করোনা আবহে কর্মসংস্থান হারিয়েছেন বিশাল সংখ্যক মানুষ। জিডিপি ঠেকেছে তলানিতে। আত্মনির্ভর ভারতের কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশীয় সংস্থাগুলির সঙ্গে বিদেশি সংস্থাগুলি যদি ভারতের বাজারে নজর দেয়, তাহলে কর্মসংস্থানের হার ও জিডিপি ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
চিনকে বয়কট, ভারতে উৎপাদন হবে অ্যাপল ম্যাক, আইপ্যাড, ৫৫ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2020 04:35 PM (IST)
অ্যাপলের সঙ্গে যুক্ত উৎপাদনকারী সংস্থা ইতিমধ্যে তাদের ৬টি উৎপাদন কেন্দ্র ভারতে সরিয়ে নিয়ে এসেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -