মুম্বই: ‘একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়’- রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পংক্তিটাই মনে পড়ে যায় মুম্বই শহরের ঘটনাটা শুনলে। একটানা বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। বর্ষণে বিপর্যস্ত শহর। যে যার মতো করে ছুটছে বাড়ি ফেরার জন্য। আর তারই মধ্যে ঠায় পাঁচ ঘণ্টা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইলেন এক মহিলা। পাহারা দিলেন খোলা ম্যানহোল। পাছে কারও বড় দুর্ঘটনা না ঘটে, সে জন্যই তাঁর এই প্রয়াস। গাড়ি, সাইকেল, বাইক থেকে শুরু করে সমস্ত পথচারীকে সতর্ক করলেন তিনি।


পশ্চিম মুম্বইয়ের মাতুঙ্গার তুলসি পাইপ রোডে ম্যানহোলের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা ওই মহিলার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এভাবেও তো দেশসেবা করা যায়!

মুম্বইয়ের বর্ষণ বরাবরই কুখ্যাত। মাঝারি বৃষ্টিতেও জলমগ্ন হয় এ শহর। আর অতিবৃষ্টিতে তো বানভাসি দশা। সে রকমই অবস্থা আপাতত শহরে। বড় রাস্তা, মাঝারি রাস্তা, ছোট গলি সবখানেই জল দাঁড়িয়ে গিয়েছে। অনেক জায়গাতেই জমা জল ঢুকে পড়ছে লোকের বাড়ির একতলায়। তুলসি পাইপ রোডের দশাও তথৈবচ। কিন্তু সব মানুষ বিপদে বাড়ি ঢুকে পড়েন না। কেউ কেউ যে নিজের স্বার্থ না ভেবে অন্যের জন্যও এগিয়ে আসেন তা প্রমাণিত হল।

রাস্তায় ম্যানহোল খোলা হয়েছিল জমা জল দ্রুত বের করানোর জন্য। কিন্তু এই খোলা ম্যানহোল তো বড় বিপদও ডেকে আনতে পারে। মানুষ পড়ে যেতে পারেন, বাইক, সাইকেল উল্টে যেতে পারে! আর সেটা অনুভব করেই অন্য নগরবাসীকে রক্ষা করার জন্য টানা পাঁচ ঘণ্টা বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে খোলা ম্যানহোল পাহারা দিলেন এই মহিলা। তাঁর এই ভূমিকার জন্য দেশের বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, নাগরিক চেতনা কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণ এই মহিলা। একা বাঁচলে হবে না, সকলকে বাঁচাতে হবে। না হলে নগর বাঁচবে কেমন করে!