আলিগড়: বান্ধবীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমবিএ পরীক্ষার প্রশ্ন আগেভাগে জোগাড় করে দেবেন। কিন্তু প্রশ্ন জোগাড় করতে পারেননি। শেষে বন্ধুদের পরামর্শে বান্ধবীর মন রাখতে নকল প্রশ্নপত্র দেন। যদিও বান্ধবী বুঝতে পেরে যান, সেই প্রশ্নপত্র আসল নয়। রেগে গিয়ে তিনি কথা বন্ধ করে দেন। এরপর বান্ধবীকে খুশি করার জন্য প্রশ্ন ফাঁস করে দেন বহুজন সমাজ পার্টি নেতা ফিরোজ আলম ওরফে রাজা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বান্ধবী পলাতক।

আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার আকাশ কুলহারি জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর জেরার মুখে রাজা স্বীকার করেছেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এক অস্থায়ী কর্মী ইরশাদকে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রশ্ন ফাঁস করান। এক্ষেত্রে তাঁকে সাহায্য করেন বন্ধু হায়দার। রাজা ও তাঁর বন্ধুরা ২,০০০ টাকার বিনিময়ে এমবিএ পরীক্ষার প্রশ্ন বিক্রি শুরু করেন। যাঁরা এমবিএ প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন, তাঁদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়। রাজা তাঁর কাকা তেহসিম সিদ্দিকির ফ্ল্যাটে থাকতেন। তেহসিম আবার সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। রাজার পাশাপাশি তাঁর বন্ধু হায়দার ও ইরশাদকেও গ্রেফতার করা হয়েছে।