নয়াদিল্লি: ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে দলের জয়জয়কারের পর এবার পশ্চিমবঙ্গ, কেরলেও গেরুয়া পতাকা উড়বে বলে আশাপ্রকাশ করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে বিজেপি। উত্তরপূর্বের এই রাজ্যের ৬,১১১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫,৯১৬টি, ৪১৯ পঞ্চায়েত সমিতির মধ্যে ৪১১টি এবং ১১৬টি জেলা পরিষদের মধ্যে ১১৪টিতে জয়ী হয়েছে শাসক শিবির। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় আইন মন্ত্রী দলের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন, এই রাজ্যে ২৫ বছর ধরে বাম-শাসন করেছে। কিন্তু, ২০১৮ সালে বিজেপি সেখানে ক্ষমতা দখল করেছে। তিনি বলেন, এর থেকেই স্পষ্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও বিজেপির ওপর ভরসা রেখেছেন ত্রিপুরাবাসী।
এর সঙ্গেই তিনি যোগ করেন, অদূর ভবিষ্যতে বাংলা ও কেরলও দখল করবে তাঁর দল। তিনি বলেন, একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে বামেদের শাসন ছিল। ওই রাজ্যে বিজেপি ক্ষমতায় না থাকলেও, সেখানে একটা শক্তি হয়ে উঠেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৪২ আসনের মধ্যে ১৮টি দখল করেছে বিজেপি। ফলে, শীঘ্রই ওই রাজ্যে ক্ষমতায় দেখা যাবে গেরুয়া শিবিরকে বলে নিশ্চিত প্রসাদ।
অন্যদিকে, কেরলে এখনও বাম-সরকার চলছে। লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি। একটিও আসন জিততে পারেনি। যদিও, তাতে আশাহত নন প্রসাদ। বলেন, এখানেও বাম-শাসনকে সরিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।
ত্রিপুরার মতো বাংলা, কেরলও দখল করবে বিজেপি, আশা রবিশঙ্কর প্রসাদের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Aug 2019 06:55 PM (IST)
উত্তরপূর্বের এই রাজ্যের ৬,১১১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫,৯১৬টি, ৪১৯ পঞ্চায়েত সমিতির মধ্যে ৪১১টি এবং ১১৬টি জেলা পরিষদের মধ্যে ১১৪টিতে জয়ী হয়েছে শাসক শিবির।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -